শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ভাষা মতিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
ভাষা মতিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন গণতান্ত্রিক সংগ্রামে ভাষা মতিন আপোসহীন যোদ্ধা ছিলেন৷ সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, স্বৈরাচারবিরোধী এবং জনগণতান্ত্রিক বিপ্লবের অগ্রণী যোদ্ধা হিসেবে ভাষাসৈনিক আমৃত্যু পর্যন্ত লড়াই করে গেছেন ৷ মৃত্যুর শেষ দিকে তিনি ছিলেন সর্বজনীন নেতা ৷ বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপিসহ প্রায় সবদলের বিভিন্ন সমাবেশে ভাষা মতিনকে অতিথি করে বক্তব্য দিতে দিলে তিনি সেই বক্তব্যে সবসময় সত্য কথা উচ্চারণ করতেন ৷ প্রায়সময় তার বক্তব্য যে দলের আমন্ত্রণে আসতেন সেই দলের বিপক্ষেই চলে যেতো ৷ আর এ কারণেই অন্যদের চেয়ে ভাষা মতিন ভিন্নমাত্রায় নিজেকে নিয়ে গিয়েছিলেন৷ ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধের আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে একজন নির্লোভ নেতা হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধার সাথে আজো স্মরণ করে ৷ ১ বছর আগে এই প্রিয় ব্যক্তিটি না ফেরার দেশে চলে গেলেও আজো তার শবদেহ নিয়ে গবেষণা চলছে ৷ ৯ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় এনডিপি কেন্দ্রীয় কার্যালয়ে ভাষা মতিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷ তিনি আরো বলেন, দেশে বর্তমানে গণতন্ত্রের কোন কার্যক্রম নেই ৷ স্বেচ্ছাচারীতা ও অগণতান্ত্রিক কার্যক্রমের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে৷ এখানে দেশী-বিদেশী কেউ নিরাপদ নয় ৷ এখনো বিরোধীদলের উপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে৷ সীমাহীন নির্যাতনের মধ্য দিয়ে সরকার তাদের স্বৌরাচারী শাসন চালিয়ে যাচ্ছে ৷ প্রতিবাদ করলেই হামলা-মামলা গ্রেফতারের শিকার হতে হচ্ছে৷ ভাষা মতিনের শূন্যতা তাই এই মুহুর্তে সকল গণতান্ত্রিক নাগরিক দারুনভাবে উপলব্ধি করছে ৷ স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মফিজুর রহমান লিটন, এনডিপির প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রবীণ মানবাধিকার সংগঠক মোঃ আব্দুল হাকিম ফরাজী, আব্দুল হামিদ শিকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ৷ সভার শুরুতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ৷ (বিজ্ঞপ্তি) আপলোড : ৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.৪৬ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা