বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
কালীগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) গাজীপুরের কালীগঞ্জের ৭টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন৷৪ মে বুধবার দুপুরে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) চেয়ারম্যানদের এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান৷
উপজেলার তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, মোক্তারপুর, বাহাদুরসাদী ও নাগরী ইউনিয়নে নব নির্বাচিত সাত ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আতিকুর রহমান আকন্দ ফারুক, গাজী সারোয়ার হোসেন, মোঃ মাহবুবুর রহমান ফারুক মাস্টার, মোঃ শরীফুল ইসলাম তোরণ, মোঃ শাহাবুদ্দিন আহমেদ ও মোঃ আব্দুল কাদের মিয়া শপথ বাক্য পাঠ করেন৷ এছাড়াও ওই সাত ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করেন৷
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইফতেখার আহমেদ চৌধূরী, গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জোম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ৷ এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কর্মী-সমর্থকসহ সরকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, চলতি ২০১৬ সালের ৩১ মার্চ দ্বিতীয় দফায় কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়৷ এতে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ছয়জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে একজন জয় লাভ করেন৷





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’