রবিবার ● ৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী বিজয় চার দিনেও উদ্ধার হয়নি
ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী বিজয় চার দিনেও উদ্ধার হয়নি

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪২মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকা থেকে বিজয় কুমার পাল (৩৪) নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা৷ গত চার দিনেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি৷ নিখোঁজ ব্যবসায়ী বাজারগোপালপুর গ্রামের পালপাড়ার মৃত গোউর চন্দ্র পালের ছেলে৷ বাজার গোপালপুরে তার ভাই ভাই জুয়েলারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে৷ মটরসাইকেল ও টাকাসহ তাকে অপহরণ করা হতে পারে বলে বিজয় পালের পরিবারের ধারণা৷
গত বুধবার সন্ধ্যা থেকে বিজয় নিখোজ রয়েছে৷ তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ৷ বিজয়ের ছোট ভাই বিপুল পাল জানান, গত বুধবার তার ভাই টাকা আনতে পার্শবর্তী চোরকোল বাজারে যান৷ সেখান থেকে বাজারগোপালপুর আসার পথে নিখোজ হন৷ তার কাছে নগদ ৪০ হাজার টাকা ও একটি নতুন ডিসকোভারি-১২৫ সিসি মটরসাইকেল (নং ঝিনাইদহ-হ-১২-৫৬৭৩) রয়েছে৷ টাকা ও মটরসাইকেলের জন্য তার ভাইকে দুর্বৃত্তরা কিডন্যাপ করতে পারে বলে বিপুল জানান৷
বড় ভাই সনজয় কুমার পাল জানান, বিজয় নিখোঁজ হওয়ার পর দিন ৫ মে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নাম্বার ১৯৭৷ তিনি আরো জানান, একজনের ফোন পেয়ে বুধবার বিকাল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে চোরকোল গ্রামে যান৷ দেরি দেখে তার দোকানের কর্মচারী প্রশানত্ম ফোন দেন৷ ফোন পেয়ে বিজয় বলেন আমি একটি মাল (সোনার গহনা) কিনতে যাব৷ সেটি কিনতে পারলে কিছু লাভ হবে৷
এবার সন্ধ্যা ৬টার পর বিজয়ের স্ত্রী শংকরি রানী পাল ফোন দিলে বিজয়ের ফোনটি বন্ধ পেয়ে গোটা পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন৷ পার দিন ৫ মে ছোট ভাই বিপুলের বিয়ের আশির্বাদ অনুষ্ঠান ছিল৷ কিন্তু বিজয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় তা বাতিল করে দেওয়া হয় বলে সনজয় কুমার জানান৷ গত চার দিনেও বিজয়কে না পাওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে পুলিশের পক্ষ থেকে বিজয়ের মোবাইল ট্রাকিং করে মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকায় অবস্থান সনাক্ত করেছে বলে পরিবারটি জানায়৷ এ বিষয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল জানান,
বিজয়ের পরিবার একটি জিডি করেছে৷ জিডির ভিত্তিত্বে পুলিশ আনত্মরিকতার সাথে তদনত্ম করছে৷ তিনি আরো জানান, বিজয়কে অপহরণ করা হয়েছে কিনা তা তার পরিবার সঠিক কোন তথ্য দিতে পারছে না৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২