শিরোনাম:
●   মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ●   দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ ●   মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা ●   জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ●   চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা পালন ●   বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক ●   রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ●   রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ ●   চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল ●   কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান ●   ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ●   স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ●   ঝালকাঠিতে চোরাই স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ গ্রেফতার-৬ ●   সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল ●   নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ●   রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার ●   খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার ●   নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি ●   কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা ●   নবীগঞ্জে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন ●   মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান ●   ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১ ●   আরিচা ঘাটের সেকাল আর একাল ●   কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন
রাঙামাটি, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক
প্রথম পাতা » ঝালকাঠি » বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা।

বুধবার ৭ জানুয়ারি রাতে রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি বলেন,
“বিড়িতে সুখ টান দিয়াও যদি দাঁড়িপাল্লায় ভোট চাই, আল্লাহ মাফ করে দিতে পারেন।”

এই বক্তব্য তার ফেসবুক পেজ “Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh” থেকে লাইভে প্রচার করা হয়, যা বৃহস্পতিবার রাত থেকেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বক্তব্যে তিনি আরও বলেন, “আপনারা যে দোকান থেকে বিড়ি খান, ওই দোকানে গিয়েই বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন, দাঁড়িপাল্লা ছাড়া দেশে কিছু নাই।”
তিনি এটিকে গল্পের ছলে বললেও, সেটি উপস্থিতদের মধ্যে হাস্যরস ও আলোড়ন তোলে।

বক্তব্যটি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে-কেউ এটিকে চমৎকার কৌশলী প্রচারণা বলছেন, কেউ আবার নেতার গাম্ভীর্য নিয়ে প্রশ্ন তুলছেন।

পুরুষদের উদ্দেশে তিনি বলেন, “এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। বলবেন, খবর তো দেখি সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার!”
তিনি যোগ করেন, “এইভাবে বলার পরে আশপাশে আরও ৫/১০ জনও বলবে, হ ঠিক কইছো!”

নারীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে অনেক গপ্পো মারছেন। বিকেলে উঠানে যাইয়া গল্প, চুলে বিনি বাধা, আচড়ানো। এখন থেকে আর ফ্রি আচরাবেন না! চিরুনি হাতে নিয়েই বলবেন, দাঁড়িপাল্লা!”

তিনি আরও বলেন, “তুমারে শোনাবো, তুমিও আরেকজনকে শোনাবা। এবার কায়েদ সাহেবের নাতি ফয়জুল হকরে দাঁড়িপাল্লায় ভোট দিবা। আর অন্তত ২০ জন আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে এই কথাটা বলবা।”

এই “গল্পে প্রচারণা” কৌশল নিয়ে অনেকে বলছেন, রাজনীতিতে এটা এক নতুন ঢং-যেখানে বিনোদনের মাধ্যমে ভোটারের মন জয় করার চেষ্টা চলছে।
আবার অনেকেই এটিকে বলছেন নির্বাচনী কৌশলে সৃজনশীলতার দৃষ্টান্ত।

ঝালকাঠি-২ আসনে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠি প্রতিনিধি :: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামকে (সিরাজী) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিভিল জজ আরিফ হোসেন পৃথক নোটিশে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সব প্রার্থীকে নিজ নিজ পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী ও ক্যাম্প নিজ খরচে এবং নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পরিদর্শনের পাশাপাশি প্রাপ্ত তথ্যে দেখা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পরও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এস এম নিয়ামুল করিম ও মোহাম্মদ সিরাজুল ইসলামের নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার দৃশ্যমান আছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭-এর উপবিধি (ক) লঙ্ঘিত হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন ওই দুই প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতে বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে ঝালকাঠি-২ আসনের জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিমের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘আমার কর্মীরা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন প্রান্তের সব পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করেছে। তারপরও দু-একটি পোস্টার অগোচরে থেকে যেতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সঠিক সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে প্রস্তুত।’





আর্কাইভ