শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারী টাকা লুন্ঠন করা হচ্ছে : জোনায়েদ সাকি
সরকারী টাকা লুন্ঠন করা হচ্ছে : জোনায়েদ সাকি

ঝিনাইদহ প্রতিনিধি :: গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন মুক্তিযুদ্ধের নামে দেশে একদিকে অর্থ পাচার ও অন্যদিকে সরকারী টাকা লুন্ঠন করা হচ্ছে৷ গনতন্ত্র রক্ষার নামে গনতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে৷ এ অবস্থায় মনে হচ্ছে বাংলাদেশ কোন রাষ্ট্র নয়৷
এখানে কোন সরকার আছে বলেও মনে হচ্ছে না৷ তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রধান শিক্ষককে কানধরে উঠবোস করালেন৷ ওই সংসদ সদস্যের বিরুদ্ধে যখন কোন ব্যবস্থা নেওয়া হয় না, তখন দেশে কোন সরকার আছে বলে কি মনে করা যায় ? বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে গনসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে জোনায়েদ সাকি এ সব কথা বলেন৷ জোনায়েদ সাকি আরো বলেন, আরও বলেন,
ক্ষমতাসীন সরকার যখন স্বৈরাচার তখন মূল বিরোধী দল দেওলিয়৷ এ অবস্থায় দেশের জনগনকে অসহায় হয়ে পড়া ছাড়া আর কোন উপায় থাকে না৷ তিনি বলেন, দেশ রক্ষার জন্য জাতীয় ঐক্য ফিরিয়ে আনার জন্য গণসংহতি আন্দোলন কাজ করে যাচ্ছে৷ সংবাদ সম্মেরনে গনসংহতির ঝিনাইদহ জেলার সংগঠক নজরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন৷
এ সময় কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহম্মেদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল জাহিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রমুখ গনসংহতির কর্মীরা উপস্থিত ছিলেন৷ লিখিত বক্তব্যে সংগঠক নজরুল ইসলাম বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর অগনতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তি জেঁকে বসেছে৷ পরিবারতন্ত্রের কাছে ক্ষমতা কুক্ষিগত করার কারণে দেশে সবার অংশ গ্রহনে গ্রহনযোগ্য নির্বাচন করাও সম্ভব হচ্ছে না৷
সরকারের কাছে জনগনেসর রায়ের কোন মুল্য নেই৷ তারা বল প্রয়োগ করে দেশে বিদেশী শক্তির আর্শীবাদে ক্ষমতায় থাকছে৷ লিখিত বক্তব্যে বলা হয় বাংলাদেশের মানুষ এখন স্বৈরতন্ত্র কাঠামোর মধ্যে বন্দি হয়ে হাসফাঁস করছেন৷ এই অগনতান্ত্রিক ঘোলাটে দমবন্ধ হওয়া পরিবেশের কারণে উগ্রবাদ ও প্রতিক্রিয়তার জমিন তৈরী করে, যা নানান দেশের ইতিহাস থেকে আমরা বাব বার দেখেছি৷

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী