সোমবার ● ২৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মেয়র মান্নান ও তার ছেলে রনি-পুত্রবধূসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট
মেয়র মান্নান ও তার ছেলে রনি-পুত্রবধূসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান, তার ছেলে বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী রুমি ও শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৮ জনের বিরুদ্ধে নাশকতার মামলায় চার্জশিট দিয়েছে গাজীপুর পুলিশ৷
২২ মে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া আদালতে চার্জশিট জমা দেন৷
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন তিনি৷
নাশকতার অভিযোগে গত ১০ মার্চ বৃহস্পতিবার মেয়র মান্নানসহ অন্যদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ৷ মামলা নং [৬০(২)১৩]
মামলা প্রসঙ্গে উপপরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, সরকার উত্খাতের জন্য ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি গাজীপুরে নাশকতা করে অভিযুক্তরা৷ ওই মামলায় ২০ জন এজাহারভুক্ত ও ৩০-৪০ অজ্ঞাতনামা আসামি ছিলেন৷
বাচ্চু মিয়া বলেন, তদন্তে জানা গেছে ওই সময় মেয়র ও তার ছেলে মঞ্জুরুল করিম রনি ঘটনাস্থলে ছিলেন৷ তারা ওই নাশকতার অর্থদাতা ও অন্যতম পরিকল্পনাকারী৷ যার কারণে ২০১৩ সালের মামলায় মেয়র মান্নান ও তার পরিবারের কয়েকজন সদস্যকে এই মামলায় নতুন করে আসামি করা হয়েছে৷

তিনি আরও বলেন, এই মামলায় আমরা যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি৷ তার স্ত্রী এবং শ্বশুর শাহরুম চৌধুরী রুমি, শাশুড়ি আসমা বেগম আভা দেশে নাশকতা সৃষ্টির ইন্ধনকারী হিসেবে আমরা বিবেচনা করছি৷
উল্লেখ্য,গাজীপুর মেয়র মান্নানের বিরুদ্ধে ২৫টি, তার ছেলে রনির বিরুদ্ধে ৫টি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা গেছে৷ সামপ্রতিক সময়ে তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ