শিরোনাম:
●   রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের স্মারকলিপি পেশ। ●   রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার ●   ট্রাক-বাস টার্মিনালে অবৈধ দখল, সড়কে বাড়ছে দুর্ঘটনা ●   শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান ●   পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ ●   রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড় ●   ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে ●   রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা ●   আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু ●   কাউখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ●   সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি ●   কাপ্তাইয়ে ভি ডব্লিউ বি কার্ড ধারীদের চাল বিতরণ ●   রাউজানে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ●   আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ●   রাঙামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে স্মারকলিপি ●   নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং ●   লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ●   রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর বাকবিতণ্ডা ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   রাঙামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ●   পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ●   অব্যাহত মব সন্ত্রাস সরকার সম্পর্কে খারাপ বার্তা দিচ্ছে ●   রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত ●   কাউখালীতে জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী পালন ●   আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা ●   রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত
রাঙামাটি, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষক রবিউলের স্বীকারোক্তি : অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষক রবিউলের স্বীকারোক্তি : অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত
শনিবার ● ১১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান শিক্ষক রবিউলের স্বীকারোক্তি : অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মিঃ) মাটিরাঙ্গা গোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) প্রধান শিক্ষক মো. রবিউল আলমকে বিদ্যালয়ের পুরাতন ভবনের মালামাল চুরি করে পাচারের সময় জনতা কর্তৃক আটকের বিষয়টি প্রমাণিত সত্য ৷
কেননা ঘটনার দিন বিকালে মাটিরাঙ্গা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ও সাধারন সম্পাদক কীর্তি ভূষণ ত্রিপুরা-শিক্ষক রবিউল(চোর)এর বিষয়টি হস্তক্ষেপ করলে রবিউল উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে নিজেকে দোষি তথা সরকারী সম্পদ চুরি ও বিক্রয়ের উদ্দেশ্যে পাচারের বিষয়টি স্বীকার করেন এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা চান৷ এ সময় রবিউলের সাথে সাথে শিক্ষক প্রতিনিধিরাও তাকে এ বারের মতো ক্ষমা করার অনুরোধ জানান উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে৷
এ বিষয়ে জনতার পক্ষে মো. শাহজাহান মেম্বার জানান,শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকসহ শিক্ষক প্রতিনিধিরা অনুরোধ জানালে রবিউলের চাকরি ও সন্তানাদির ব্যাপারে মানবিক দৃষ্টিকোনে বিবেচনার বিষয়টি উঠে আসে৷ এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ পুনরায় এই ধরণের কাজ না করার শর্তে একটি মুচলেকা বা অঙ্গিকার নামার প্রদানের প্রস্তাব করলে রবিউল (চোর) সম্মত হয়৷ অঙ্গিকার নামা সম্পাদিত হওয়ার মধ্যদিয়ে তাকে আটককৃত অবস্থা থেকে মুক্তি দেয়া হয়৷
এ দিকে বিষয়টি নিয়ে তিক্ততা প্রকাশ করে জনতা অভিযোগ করেন,খাগড়াছড়ি জেলার চলমান শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ? তারা জানতে চায়, শিক্ষক কোন অপরাধের সাথে সম্পৃক্ত হলে তা বিচারের আওতায় আনতে সর্বপ্রথম কাকে জানানো প্রয়োজন ? শিক্ষক সংক্রান্ত যে কোন অভিযোগ জানার পর দ্রুত ব্যবস্থা নেয়া হয়না কেন ? তারা আরও বলেন,মাটিরাঙ্গার শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ কি কি ধরনের দায়িত্ব পালন করতে সামর্থ্য রাখেন ? তিনি কি আদৌ কোন শিক্ষকের অভিযোগ নিয়ে কাজ করার এখতিয়ার রাখেন কিনা ? যদি রাখেন তাহলে এ বিষয়ে তিনি দায়িত্ব এড়িয়ে গেছেন কিনা জানতে চান ? কেন বললেন এই বিষয়ে আমার কিছু করার নাই আপনারা যা খুশি তা করেন ? তাহলে কি আমরা ভাববো রবিউলের হাত শিক্ষা অফিস অথবা অফিসারের চেয়েও লম্বা ৷
অন্যদিকে, মুচলেকা দিয়ে মুক্তির পর খাগড়াছড়ির প্রকাশিত একটি অনলাইনে প্রকাশিত প্রতিবাদে রবিউলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন, গোমতির স্থানীয় জনতা ৷ তিনি চুরির দায়ে জনতার হাতে আটকের বিষয়টি সত্য উল্লেখ করে তারা রবিউলের দেয়া মুচলেকার একটি কপি এই প্রতিনিধিকে সরবরাহ করেন৷ তাছাড়া তিনি স্থানীয় এলাকাবাসীকে কু-চক্রি মহল আখ্যায়িত করেছেন এবং সত্য ঘটনাকে পরিকল্পিত ঘটনা বলে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন যা কাম্য নয়৷
এ দিকে মো. তাজুল ইসলাম-ড্যান্টিষ্ট মাটিরাঙ্গা ও (পুরাতন ভবনের মালামাল ক্রয়ের নতুন ক্রেতা ) জানান, তিনি মো. রবিউল আলমের কাছ থেকেই ৪০ হাজার টাকা দিয়ে মালামালগুলি কেনেছেন ৷ অথচ নিলামের মূল গ্রহিতা ”মেসার্স জাহাঙ্গীর আয়রন মার্ট, চট্টগ্রাম” ৷ মালামালের নতুন ক্রেতা মো. তাজুল ইসলাম বলেন মেসার্স জাহাঙ্গীর আয়রণ মার্ট,চট্টগ্রামকে তিনি চেনেন না৷
স্থানীয়দের দাবী প্রায় ৯ মাস পূর্বে নিলামকৃত মালামাল নিলাম প্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে গেছে ৷ এখন রবিউল যা মাটিরাঙ্গা ড্যান্টিষ্ট তাজুল ইসলামের কাছে বিক্রি করেছেন তা স্কুলের নিজস্ব সম্পত্তি ৷
এ বিষয়ে গোমতি সপ্রাবি পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক আলীম ও গোমতির ইউপি চেয়ারম্যান ফারম্নক হোসেন লিটন জানান,দোষ স্বীকার ও মুচলেকা প্রদান করায় এবারের মতো ৰমা করা হয়েছে শিক্ষক প্রতিনিধিদের মধ্যস্থতায় ৷
প্রকাশ থাকে যে, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় গত ৩০/০৮/২০১৫ খ্রি: তারিখের স্মারক নং-উশিঅ/মাটি/খাগড়া/১৫/৪১২ মূলে ১২/০৩/২০১৫খ্রি: তারিখে জেলা নিলাম কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে সূত্র: নং- জেপ্রাশি অ/খাগড়া/ ৯০৩/১৬, তারিখ: ০৫/০৮/২০১৫ মূলে প্যাকেজের আওতায় ০৪ (চার) টি বিদ্যালয়ের (বলিচন্দ্র পাড়া সপ্রাবি, হেমেন্দ্র হেডম্যান সপ্রাবি, গোমতি সপ্রাবি ও গড়গড়িয়া সপ্রাবি) মালামাল সমূহ নিজ দায়িত্বে অপসারনের নিমিত্ত ”মেসার্স জাহাঙ্গীর আয়রন মার্ট, চট্টগ্রাম” বরাবর কার্যাদেশ প্রদান করা হয়েছিল৷





আর্কাইভ