বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নারীবান্ধব প্রাণ-আরএফএল : কালীগঞ্জে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নারীবান্ধব প্রাণ-আরএফএল : কালীগঞ্জে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫১মিঃ) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শুধু গার্মেন্টস সেক্টরে ৪০ লাখ নারী নয়, এর বাহিরেও দেশে প্রচুর নারী শ্রমিক কাজ করছেন৷ এসময় তিনি প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নারীবান্ধব কারখানা বলে আখ্যা দেন৷
২১ জুন মঙ্গলবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রম্নপের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জে মূলগাঁও ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷
প্রতিমন্ত্রী বলেন, শুধু গার্মেন্টস সেক্টরে ৪০ লাখ নারী নয়, এর বাহিরেও দেশের প্রচুর নারী শ্রমিক কাজ করছেন৷ যারা নতুন নতুন ইন্ডাস্ট্রি করছে তারা নারীদের ব্যাপারে সচেতন থাকবেন৷ তাহলে আপনারাও ভালো ফল পাবেন৷
তিনি আরো বলেন, বর্তমান সরকার সবসময় নতুন ইন্ডাস্ট্রি করায় ব্যবসায়ীদের উত্সাহিত করছেন৷ গ্যাস-বিদ্যুতের সমস্যা থাকলেও তা সমাধানে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন৷
প্রতিমন্ত্রী প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিতে নারী শ্রমিকদের জন্য যাতায়াত ও ডরমিটরির ব্যবস্থা এবং কারখানার ভিতরে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করায় গ্রম্নপকে ধন্যবাদ জানান৷
আরএফএলের পরিচালক আর.এন.পলের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামসুল আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা৷
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, প্রাণ-আরএফলের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান সাঈদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও প্রাণ-আরএফএলের কর্মকর্তারা৷





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন