বুধবার ● ৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ কাজ করছে : পুলিশ সুপার হারুন
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ কাজ করছে : পুলিশ সুপার হারুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফিরছে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে পুলিশ৷ জেলার সড়ক মহাসড়ক ও রেলজংশন দিয়ে গত কয়েক দিনের মতো সোমবারও বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়ি ফিরেছেন৷ জেলার জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে চার লেনে উন্নীত হওয়ায় এবং সড়ক ভাল থাকায় এবার ওই মহাসড়কে যাত্রা ছিল অনেকটাই স্বসত্মির৷
৪ জুলাই সোমবার দুপুরে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে সাংবাদিকদের এসব কথা জানান গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ পিপিএম, বিপিএম৷
শিল্পশহর গাজীপুরে দেশের বিভিন্ন জেলার লক্ষ লক্ষ লোকের বাস৷ এছাড়া রাজধানী ঢাকায় বসবাসকারী দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চলের জেলার যাত্রীদের যাতায়তের ক্ষেত্রে জেলার সড়ক মহাসড়ক ও রেলপথ গুলো অন্যতম৷ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে দেখা গেছে ঈদ উদযাপন করতে লোকজন গ্রামের বাড়িতে ছুটছেন৷ গন্তব্যে ফেরা অনেক বাস যাত্রীতে পূর্ণ ছিল না৷ এছাড়া কোথাও যানজট দেখা যায় নি৷ সকালে হালকা বৃষ্টি যাত্রীদের ভোগান্তির সৃষ্টি করলেও সকাল ১০টার দিকে তা থেমে যায়৷ অনেক গার্মেন্টসের শ্রমিকরা মিলে বাস রিজার্ভ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন৷ সকালে ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ কিছুটা বাড়তে থাকে৷ এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ময়মনসিংহ অংশ ৪ লেনে উন্নীন হওয়ায় ওই মহাসড়কে যানবাহন দ্রম্নত গতিতে চলাচল করতে দেখা গেছে৷ এসময় পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজাসহ পুলিশ কর্মকর্তারা৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ