মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ জামায়াত ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩৪
ঝিনাইদহ জামায়াত ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩৪

ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৬ জুলাই মঙ্গলবার পুলিশ যুবলীগ নেতাসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃতরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী গাফ্ফার, রেজাউল করিম ও আইয়ুব হোসনসহ ৩৪ জন৷
শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই অজয় কুন্ডু জানান, ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজর গিফারী গাফ্ফারকে তার নিজ বাড়ি থেকে সকালে গ্রেফতার করা হয়৷ তিন উপজেলার বড়দা গ্রামের দিয়ানত মন্ডলের ছেলে৷ তার বিরুদ্ধে এস,টি,সি ৯৫/১৬ ও শৈল,জি,আর ৪১/১৫ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল৷
তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর ও বিকালে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে রেজাউল করিম রেজা ও শেখপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আয়ুব আলীকে গ্রেফতার করা হয়৷ এ দুজনার বিরুদ্ধে শৈল জি,আর ৬৫/১৫ ও ১৯১/১২ এবং শৈল জি,আর ৯/১৬ মামলার ওয়ারেন্ট ছিল৷ শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে৷ এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ৷
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটচাঁদপুরের জামায়াত নেতা আব্দুল কাইয়ুম ও কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে গোলাম খাঁ’র ছেলে হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়৷





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ