মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে সপ্তাহে গড়ে প্রায় সাড়ে ১০ কোটি টাকার পশু বিক্রি হচ্ছে
ঈশ্বরদীতে সপ্তাহে গড়ে প্রায় সাড়ে ১০ কোটি টাকার পশু বিক্রি হচ্ছে

ঈশ্বরদী প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) কোরবানীর ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের বৃহত্ অরোনকোলা পশু হাট এবং মুলাডুলি ও আওতাপাড়াসহ ঈশ্বরদীর পাঁচটি পশু হাট জমে উঠেছে৷ এসব হাটে দেশী,বিদেশী ও আসিয়ান জাতের গরু,মহিষ এবং দেশীয় জাতের ছাগল ও ভেড়া আমদানি বেশী হচ্ছে ৷ পশু আমদানির পাশাপাশি ক্রেতার সংখ্যাও বেশী হচ্ছে৷ সপ্তাহে পাঁচ হাট মিলে গড়ে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ১৫’শ থেকে ৩০হাজারটি করে গরু,মহিষ,ছাগল ভেড়াসহ বিভিন্ন প্রকার পশু বিক্রি হচ্ছে৷ তবে অন্যান্য বারের তুলনায় এবার দাম বাড়েনি৷ দাম অনেকটা গত বারের মতই রয়েছে৷ ভারতীয় বোল্ডার গরুর সবচেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে৷ একেকটি গরুর দাম দু থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে৷ দেশীয় জাতের একেকটি গরু পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা ও মহিষ পচাত্তর হাজার থেকে দেড় রাখ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে৷ প্রতিটি খাসির দাম হাঁকানো হচ্ছে পাঁচ থেকে ষোল হাজার এবং ভেড়া চার থেকে আট হাজার টাকা পর্যন্ত৷ ৩০ আগষ্ট মঙ্গলবার অরোনকোলা পশু হাটে সরেজমিন ঘুরে ক্রেতা-বিক্রেতাদের দওয়া তথ্যসুত্রে এসব জানাগেছে৷ পুলিশ প্রশাসন ও ইজারাদারের নিজেস্ব বাহিনী ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত