বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঈশ্বরদীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে পৌরসভার ময়লা ফেলানোর ভাগার
ঈশ্বরদীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে পৌরসভার ময়লা ফেলানোর ভাগার
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মিঃ) প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্বেও পৌর এলাকার মানুষের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন থেকে ৷ প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানোর ডাস্টবিন ও চাহিদানুযায়ী পানি নিস্কাসনের ডেনেজ ব্যবস্থা না থাকাই এ দুর্ভোগের অন্যতম কারণ৷ ডাস্টবিন না থাকায় পাড়ায় পাড়ায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে হচ্ছে এলাকাবাসীদের৷ ফলে পচা দুরগন্ধ ছড়িয়ে মশার উপদ্রপ বৃদ্ধির পাশাপাশি নানা রোগবালাই ছড়িয়ে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে৷ আবার পর্যাপ্ত ডেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই নীচু এলাকা ও চলাচলের রাসত্মায় এক হাঁটু পানি জমে থাকে৷ এতে মানুষের চলাচলের অসুবিধা হয়৷ বাড়ির আনাচে কানাছে পানি জমে থাকায় পচা দুর্গন্ধের সৃষ্টি হয়েও রোগবালাই ছড়ায় ৷ এসবের বাইরেও ঈশ্বরদীর গুরম্নত্বপূর্ণ সমস্যা রয়েছে৷ আর সেটি হলো নানা কারণে দেশের অন্যতম প্রসিদ্ধতম ঈশ্বরদীর ভাবমূর্তি ৰুন্য হওয়ার বিষয়৷ শহর থেকে যে কোন যান বহনে ঈশ্বরদী-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়া আসার সময় আগত ও প্রত্যাগত যাত্রীদের নাকে পচা ময়লা আবর্জনার দূর্গন্ধ লেগে বমির ভাব চলে আসে৷ আর তখনই ঈশ্বরদীর ভাবমূর্তি নিয়ে আলোচনা-সমালোচনা শুরম্ন হয়৷ শহরের হারু খালির মাঠ এলাকায় ঐ মহাসড়কের দু’পাশে ময়লা আবর্জনা ফেলে ভাগারে পরিণত করেছে পৌর কর্তপক্ষ ৷ এখান থেকে দুর্গন্ধ আর আগুনের তাপে পথচারি ও এলাকাবাসির নাভিস্বাস অবস্থার সৃষ্টি হচ্ছে৷ তাচাড়া ভাগারের নিকটে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির অফিস হওয়ায় গ্যাস লাইনে অগি্নকান্ডেরও আশংকা রয়েছে৷ নিকটস্থ ভকেশনাল ইনষ্টিটিউট,অটোরাইচ মিল,রেশম বীজাগার ও বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনষ্টিটিউটের প্রধান কার্যালয়ের সকলকেই বিরম্বনার শিকার হতে হচ্ছে৷ এমনকি স্কুল ও কলেজ গামি শিক্ষার্থীদেরও দূর্গন্ধের শিকার হতে হচ্ছে৷





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি