শিরোনাম:
●   শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ●   স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ ●   সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ●   কুষ্টিয়াতে সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় ভাতিজা নিহত ●   আবারো উত্তপ্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ●   রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন ●   প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা ●   এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিক্ষাজীবন অনিশ্চিত পূর্ণ বিশ্বাসের ●   উপজেলা পরিষদ নির্বাচন : বিয়ানীবাজারে প্রতিক বরাদ্দ ●   রাঙামাটি লেকসিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন ●   তহসিলদার শরিফুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা ●   গুইমারায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার ●   মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন ●   দাখিলেও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ●   সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে ●   মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে উদ্ধারকৃত সেলিমের কিডনি অক্ষত ●   আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট মঈনুলকে সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে ●   পাইন বাগান নব নির্মিত মাদরাসার ভবন ও হেফজ খানার উদ্বোধন ●   বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক ●   ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   চুয়েটে ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২ শীর্ষক প্রশিক্ষণ ●   ঝালকাঠিতে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার ●   টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি ●   গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা ●   মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী ●   কুষ্টিয়া সদরে আতাউর রহমান খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত ●   সন্দ্বীপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ
রাঙামাটি, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ফিচার » সফল হলো চট্টগ্রাম সফর : প্রতিষ্ঠিত হলো বনপা ও অনলাইন প্রেসক্লাব
প্রথম পাতা » ফিচার » সফল হলো চট্টগ্রাম সফর : প্রতিষ্ঠিত হলো বনপা ও অনলাইন প্রেসক্লাব
৭২৯ বার পঠিত
সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সফল হলো চট্টগ্রাম সফর : প্রতিষ্ঠিত হলো বনপা ও অনলাইন প্রেসক্লাব

---

শামসুল আলম স্বপন :: আমাদের প্রিয় নবী (সা:) বলেছেন; যার যেখানে রিযিক এবং মৃত্যু লেখা আছে সেখানে তিনি পৌঁছাতে বাধ্য । আমার চট্টগ্রাম সফরের ঘটনা এ হাদিসের সাথে হুবহু মিলে গেছে। এ জন্য শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে।

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা) এবং অলাইন প্রেসক্লাব নিয়ে বেশ কিছুদিন চট্টগ্রামে চলছিল তেলেছমাতি কারবার । সংগঠন বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার কারণে এ দুটি সংগঠন থেকে চির বহিষ্কৃত দুই ব্যক্তি বারো আউলিয়ার পূণ্যভুমি চট্টগ্রামকে বেইস্ করে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছিলেন । বহিষ্কৃত হওয়ার পরও নির্লজ্জের মত দুটি সংগঠনের সাবেক পদ ব্যবহার করে চট্টগামের অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদক/সাংবাদিকদের ধোকা দেয়ার চেষ্টা করছিলেন । বিষয়টি অবহিত হওয়ার পর বনপা’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি একটি টিম নিয়ে চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনার কথা আমাকে জানান । আমার অনুমতি নিয়ে ইঞ্জি. রনি বনপা’র সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল ও মহিলা বিষয়ক সম্পাদিকা জোহরা পারভীন জয়াকে সাথে নিয়ে ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম রওয়ানা দেন। চট্টগ্রামের তরুণ অনলাইন সাংবাদিক সুলাইমান মেহেদী হাসানের সহযোগীতায় ১১ সেপ্টেম্বর তাঁরা ৬০/৬৫ জন অনলাইন নিউজ পোর্টাল মালিক/সম্পাদকদের নিয়ে সফল বৈঠক করেন। ওই বৈঠকে বনপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী এবং রাঙামাটি অনলাইন প্রেসকব্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বনপা’র সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সুলাইমান মেহেদী হাসানকে আহ্বায়ক করে চট্টগ্রাম জেলা বনপা’র ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন নেতৃবৃন্দ ।

আহ্বায়ক কমিটি ব্যাপক পরিশ্রম করে গত ১৭ অক্টোবর বনপা’র কাউন্সিল অধিবেশন আহ্বান করেন । প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয় রাঙামাটি অনলাইন প্রেসকব্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বনপা’র সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলনকে।

চট্টগ্রাম আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমাকেসহ বনপা’র সেন্ট্রাল নেতৃবৃন্দকে দাওয়াত দেয়া হয় । কাউন্সিলে যাওয়ার অদম্য আগ্রহ থাকলেও ১৬ই অক্টোবর আভ্যন্তরীণ কিছু ঘটনায় চট্টগ্রাম যাওয়ার আগ্রহটা আমরা হারিয়ে ফেলি এবং সিন্ধান্ত নিই ঢাকা থেকে না যেয়ে আমাদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আকতার চৌধুরী ও নির্মল বড়ুয়া মিলন চট্টগ্রামে যাবেন এবং কাউন্সিল সফল করবেন। বিষয়টি নেতৃবৃন্দকে জানিয়ে দেয়া হয়।

১৬ অক্টোবর রাত পোনে ১২টার দিকে রুমের আলো নিভিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি । হঠাৎ ছোট ভাই রনি’র ফোন। সত্যি কথা বলতে কি রনি’র রিং দেখলেই আঁৎকে উঠি। না জানি কোন সমস্যা। কারণ ঝিমিয়ে পড়া বনপাকে গত ৪ মাসে চাঙ্গা করার পিছনে ইঞ্জি.রনির অবদান অনেক খানি। যে কারণে অধিকাংশ সমস্যা তাঁকে ফেস করতে হয়। যখন বড় ধরণের সিদ্ধান্তের প্রয়োজন হয় তখন তিনি আমার সাথে পরামর্শ করেন। কিছুটা বিরক্ত হলেও ফোনটা রিসিভ করলাম । রনি স্বভাব সুলভ ভাবে সালাম বিনিময় করে যা বললেন তাতে আমি ভীষণ ক্ষেপে গেলাম। বল্লাম তোমার কি মাথা খারাপ হয়েছে যে, এই মধ্য রাতে চট্টগ্রাম রওয়ানা দিব। স্যরি আমার পক্ষে সম্ভব নয়। এ কথা বলার পর রনি বললেন ভাই বনপা’র প্রতিষ্ঠাতা আপনি। এ সংগঠন অনেকটা আপনার সন্তানের মত। আপনার অনুপস্থিতিতে সেই সংগঠন যদি ক্ষতিগ্রস্থ হয় তা হলে কি আপনার ভালো লাগবে?
রনি’র যৌতিক কথায় আমার মনটা নরম হয়ে এলো । বল্লাম এত রাতে কি ভাবে যাবো ? রাত তখন সাড়ে ১২টা। রনি বল্লেন আপনি রেডি হন আমি যাওয়ার ব্যবস্থা করছি। আমি বল্লাম তুমি এবং বেলাল সাহেব যদি আমার সাথে যাও তাহলে আমি রাজি। রনি বললেন আমার বাসায় ( অফিস কাম বাসা) কেউ নেই । আমি গেলে কাল সকালে অফিস কেউ খুলতে পারবে না । অগ্যতা বেলাল সাহেবকে সাথে নেয়ার কথা ভেবে তাঁকে ফোন দিলাম। তিনি ফোন রিসিভ করে বললেন এত রাতে ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।
রাত তখন ১টা। এরই মধ্যে মেহেদী হাসানের ফোন । ভাই আপনি না আসলে বনপা’র কাউন্সিল বাতিল করা হবে। আমরা আর সংগঠন করবো না । শ্রদ্ধা আর ভালোবাসার দাবি নিয়ে কথা গুলো বললেন মেহেদী হাসান। অবস্থা বেগতিক দেখে অগ্যতা বেরিয়ে পড়লাম। রনি বললেন একটি সিএনজি নিয়ে আপনি সাইয়েদাবাদ বাসষ্ট্যান্ড চলে যান। ওখানে গেলে চট্টগামের বাস পাবেন। এর মাঝে ফোন এলো মিলন দা’র । তিনি বললেন দাদা আপনি আগে ফকিরাপুল যাবেন । ওখানে বাস পেতে পারেন। শ্যামলী কাউন্টারে গিয়ে খোজ নিতেই কাউন্টার মাষ্টার বললেন আমাদের গাড়ি এখুনি আসবে । একটি মাত্র সীট আছে। টিকিট নিয়ে সীটে বসলাম । রাত দুটায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলো গাড়ি।
এর মাঝে ফোন এলো অপরিচিত নম্বর। রিসিভ করতেই পরিচয় দিলেন ভাই আমি মুন্না বলছি। আপনি চট্টগ্রামে এসে আমার বাসায় উঠবেন। যদিও আপনার জন্য হোটেল বুকিং দেয়া আছে কিন্তু আমি আপনাকে হোটেলে থাকতে দেব না। আপনি আমাদের লেডার আমাদের বাসা থাকতে আপনি কেন হোটেলে উঠবেন?
মুন্নার আবদার উপেক্ষা করা সম্ভব হলো না । ভোর সাড়ে ৭টায় উঠলাম মুন্নার বাসা মৌসুমী আবাসিক এলাকায়। মুগ্ধ হলাম ছোট ভাই মুন্না আর খালাম্মার আতিথেয়তায়। খাওয়ার টেবিলে বসে স্মরণ হলো মহানবী (সা:)’র সেই অমীয় বাণী “যার যেখানে রিযিক এবং মৃত্যু লেখা আছে সেখানে তিনি পৌঁছাতে বাধ্য”।এখানে পরিচয় হলো মুন্নার ঘনিষ্ঠ বন্ধু জাতীয় পার্টির নেতা সোহেল সাহেবের সাথে । অত্যন্ত বিচক্ষণ মানুষ তিনি। তাঁর ব্যবহার মুগ্ধ হওয়ার মত।

মেহেদীর ফোন পেয়ে ৩টায় দিকে পৌছলাম সভাস্থল চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের অডিটরিয়ামে। মেহেদীসহ তাঁর সহযোগিরা উষ্ম অভ্যথর্না জানালেন আমাকে।শতাধিক পোর্টাল মালিক/সম্পাদকদের উপস্থিতি দেখে আমি অবাক হয়ে গেলাম। সভার সাথে কুশল বিনিময়ের পর প্রধান অতিথি’র আসনে বসানো হলো আমাকে। শুনলাম চট্টগ্রামের প্রথিতযষা অনলাইন মালিক/সম্পাদকদের মনের কথা । কক্সবাজার থেকে অনলাইনে বক্তব্য রাখলেন অধ্যাপক আকতার চৌধুরী ।
বনপা ও অনলাইন প্রেসক্লাব কি এবং কেন ? প্রশ্নের জবাবে প্রায় ঘন্টা জুড়ে আমাকে বক্তব্য রাখতে হলো । অত্যন্ত ভালো লাগলো উপস্থিত সাংবাদিক ভাই-বোনরা মনোমুগ্ধের মত আমাদের বক্তব্য শুনলেন । আরো বেশী ভালো লাগলো আমাদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বীর সেনানী, মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার কর্নেল (অব:) দিদারুল আলম বীর প্রতীক । যিনি চট্টগ্রাম বনপা’র সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন।

অত্যন্ত বিচক্ষণতার সাথে নির্বাচন পরিচালনা করলেন সহকর্মী নির্মল বড়ুয়া মিলন । চট্টগ্রাম বনপা’র ২৬ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দিলেন তিনি।

তৃতীয় পর্বে একত্রিশ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হলো সর্বসম্মতিক্রমে। আবারও আহ্বায়কের দায়িত্ব পেলেন সুলাইমান মেহেদী হাসান । সদস্য সচিব হলেন বিশিষ্ট সাংবাদিক বাবুল দাস।

চতুর্থ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উপভোগ করার মত । বিশেষ করে বনপা’র মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার পপী’র গাওয়া দুটি গান শ্রেতাদের মন ছুঁয়ে যায় ।
সব মিলিয়ে আমাদের চট্টগ্রাম সফর হলো অত্যন্ত ফলপ্রসু ও সফল। আমি কৃতজ্ঞতা জানাই চট্টগ্রামবাসীকে এবং চট্টগ্রাম অনলাইন নিউজ পোর্টাল মালিক/সম্পাদক ও সাংবাদিকদের । সেই সাথে যারা দায়িত্ব পেলেন বনপা ও অনলাইন প্রেসক্লাবের।
আমি ছোট ভাই রনিকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। কারণ ও অনুরোধ না করলে হয়তো বঞ্চিত হতার এমন একটি সুন্দর প্রোগ্রাম উপভোগ করা থেকে ।

আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২৪ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)