বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পিস্তল গুলি, ফেনসিডিল, গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার
পিস্তল গুলি, ফেনসিডিল, গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) গাজীপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পিস্তল-গুলি, ফেনসিডিল, গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷
৯ নভেম্বর বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান৷
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগরের খাইলকৈর মোল্লা মার্কেটের রাস্তা থেকে একটি পিকআপ আটক করে৷ পরে তল্লাশী চালিয়ে পিকআপের কাঁচা পেঁপের বস্তা থেকে ১৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়৷
ফেনসিডিলগুলো কনডম দিয়ে পেঁচানো ছিল৷ এসময় জসীম সরদার (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়৷ সে রাজশাহী জেলার মোঃ আজিজুল সরদারের ছেলে ও পিক আপ চালক৷ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ফেনসিডিল উদ্ধারের অভিযান চালানো হয়৷
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে এক কিশোরসহ দু’জনকে গ্রেফতার করেছে৷
তারা হলেনঃ টাঙ্গাইল জেলা সদরের থানা পাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে রাসেল (২৫) ও নরসিংদী জেলা সদরের বাদুয়ারচর এলাকার বাবুল খানের ছেলে দিপু (১৪)৷
তারা গাজীপুর মহানগরের চৌারাস্তা ও টঙ্গী এলাকার ভাড়াটিয়া৷ তাদের কাছ থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি গুলি খোসা উদ্ধার করা হয়৷ তাদের অপর সহযোগী সাজু, নাসির, বাবলু ও বাবু৷
এ ছাড়া বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী হাজী মাজার বস্তি এলাকা থেকে গাঁজা বিক্রেতা সালাউদ্দিন (৩০) কে গ্রেফতার করে পুলিশ৷ এসময় তার হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ সে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার মধ্য পাঠা পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে৷
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪