সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপির বিক্ষোভ
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও গাজীপুর সিটির প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
২১ নভেম্বর সোমবার সকালে মহানগর বিএনপির ব্যানারে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদ, বিএনপি নেতা বশির আহম্মেদ বাচ্চু, হযরত আলী, আতাউর রহমান, ছাত্র নেতা টিআই মিলটন।
তারা বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জনপ্রিয় নেতা অধ্যাপক মান্নানকে কারাগারে বন্দি রেখেছে।
অন্যদিকে একই ব্যানারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলটি গাজীপুর মহানগরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় এলাকায় এসে শেষ হয়।
গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনের দাবী জানানো হয়।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ