মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » মাদকাসক্তদের সচেতন প্রচারনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে
মাদকাসক্তদের সচেতন প্রচারনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.)যারা মাদক বিক্রেতা অথবা মাদক সেবন করে থাকেন তাদেরকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপনের জন্য সচেতন ও মাদকের কুফল সম্পর্কে প্রচারনা এবং কর্মসংস্থানের মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনতে সকলের প্রতি আহবান করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। তিনি ১৪ মার্চ মঙ্গলবার তার নিজ কার্যালয়ে বেলা ১১ টায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন এই ঝালকাঠি জেলায় যে কয়জন মাদক বিক্রেতা রয়েছেন বা মাদকাসক্ত রয়েছেন তার তালিকা তার কাছে রয়েছে তাদের অবশ্যই এই পথ থেকে ফিরে আসতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী যে কোন দিন বরিশাল রেঞ্জ ডিআইজি’র কাছে এদেরকে উপস্থিত করে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নিয়ে যার যে অভিজ্ঞতা রয়েছে সেই মতে স্থানীয় বিত্তশালীদের অথবা বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন জেলার পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। এ মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রকিব।
তিনি এ সময় বিগত ছয় মাসের মাদক আইনে মামলা ও সাঁজা এবং মাদক উদ্ধারের ফিরিস্তি তুলে ধরেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবি সমিতি’র সভাপতি বিজ্ঞ পিপি এড. আঃ মান্নান রসুল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও সাবেক রাজাপুর উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, জেলা সমাজসেবা অফিসার, জেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, নলছিটি পৌর প্যানেল মেয়র আলমগীর আলো, নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, দৈনিক অজানা বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব এস এম এ রহমান কাজল, ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সম্পাদক ও বরিশাল ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি এস এম রাজ্জাক পিন্টু, বিএমএসএফ এর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও সদস্য এইচ এম দেলোয়ার, ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মো. মাহে আলম, রাজাপুরের ওসি মুনিরুল গীয়াস, নলছিটি’র ওসি সুলতান মাহমুদ ও কাঠালিয়ার ওসি জাহিদ হোসেন, ডিবি ইন্সপেক্টর কামরুজ্জামান, টিআই বিদ্যুৎ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ উপস্থিত ছিলেন ।





ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক
ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠিতে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন
ঝালকাঠিতে ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার