 
       
  রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আইনজীবী খুন
গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন ৷
ঘটনাটি ঘটেছে ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় ৷
নিহতের নাম খন্দকার একরামুল হক বিপ্লব (৪২)৷ তিনি গাজীপুর আদালতের  শিক্ষানবিশ আইনজীবী এবং উত্তর ছায়াবীথি এলাকার মৃত খন্দকার সামসুদ্দিন বড়  ছেলে ৷ তিনি গাজীপুর বারের প্রাক্তন সভাপতি এডভোকেট শহীদুজ্জামানের জুনিয়র  হিসেবে কাজ করতেন ৷
নিহতের ভাই খন্দকার আমিনুল হক টুটুল জানান, গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ  তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয় ৷ পথে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে  উত্তরা আধুনিক হাসপাতাল ও পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কুর্মিটোলা  হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন৷
বিপ্লবের পরিবার ও পুলিশ জানায়, শনিবার দুপুরে তার বোনকে পৌঁছে দিতে বিপ্লব  টাঙ্গাইল যান ৷ সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়ির কাছে পৌঁছালে থেকে  ওত পেতে থাকা সন্ত্রাসী রাব্বী ও তার ভাই রবিন তাকে ঘিরে ধরে ৷ একপর্যায়ে  তারা বিপ্লবকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় ৷  তার চিত্কার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন  আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক  চিকিত্সক ডা. মো. আবদুস সালাম সরকার জানান, বিপ্লবের বুকে ৬টি ও পেটে ৩টি  মারাত্মক আঘাতসহ একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ৷ হাসপাতালে  প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৷
বিপ্লবের মা রেহানা আক্তার জানান, তার দুই ছেলে এক মেয়ে ৷ তার ছোট ছেলে ঢাকার  সুপ্রিমকোর্টের প্রাক্তন সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট খন্দকার আমিনুল  হক টুটুল ৷ মেয়ের বিয়ে হয়েছে টাঙ্গাইলে৷ টুটুলের বাবা খন্দকার সামসুদ্দিন গত  শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ মেয়েকে টাঙ্গাইল পৌঁছে দিয়ে  বাড়ি ফেরার পথে এ হামালার ঘটনা ঘটে ৷
হামলাকারী সন্ত্রাসী রাবি্ব ও রবিন গাজীপুর জজকোর্টের সেরেস্তাদার  মাসুদুর রহমানের ছেলে ৷ তারা আগে উত্তর ছায়াবীথি এলাকায় থাকত ৷ এখন শহরের  বরুদা এলাকায় থাকে ৷
জয়দেবপুর থানার  উপ-পরিদশৃক (এসআই) আব্দুল হামিদ আমাদের  জানান, পূর্বশত্রুতার জেরে এ  ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৷ হামলাকারীদের গ্রেফতারে  অভিযান চলছে ৷ আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.০৭ মিঃ   
 	  

 
       
       
      



 ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
    ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি     মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১     নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
    নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন     খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ     ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
    ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার     মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
    মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২     আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
    আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ     নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
    নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং     লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
    লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ     মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
    মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪