বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » খুলনা » বিকেএসপি তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
বিকেএসপি তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪ মি.) তৃণমূল পর্যায় থেকে ক্ষুদে মেধাবী ফুটবলার অন্বেষণে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় বিকেএসপি তৃণমূল কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে । খুলনা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মাগুরার আসাদুজ্জামান ফুটবল একাডেমি ৩-২ গোলের ব্যবধানে যশোরের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে। মাগুরার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে মাগুরা আরও ২টি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় । যশোর খেলায় সমতা আনার চেষ্টা করে ২টি গোল করে ব্যবধান কমায়। বিজয়ী দলের অন্তর ১টি ও সিফাত ২টি গোল করেন । অপরদিকে যশোর দলের পক্ষে আতিক ও রাহুল ২টি গোল করেন।
এর আগে আজ বিকেলে বিকেএসপি তৃণমূল কাপ (অনূর্ধ্ব-১৩) ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবর এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম,বিকেএসপি ঢাকার উপ-পরিচালক (প্রশিক্ষণ) মিসেস শামীমা সাত্তার মিমু ও বিকেএসপি’র ফুটবল বিভাগের প্রধান প্রশিক্ষক কোচ মি. উজ্জল চক্রবর্তী ।
এ সময় টুর্নামেন্টের সমন্বয়কারী বিকেএসপি আঞলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে মোট ৯টি দল অংশগ্রাহণ করছে ।
দলগুলো হচ্ছে : স্পোর্টস লাইফ ফুটবল একাডেমি(কুষ্টিয়া), জেলা ফুটবল এ্যাসোসিয়েশন (বাগেরহাট), আসাদুজ্জামান ফুটবল একাডেমি(মাগুরা), আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমিকে(যশোর),ঝিনাইদহ ফুটবল একাডেমি, এস,বি আলী ফুটবল একাডেমি(খুলনা), রায়পুর জাগরনী ক্লাব ও একাডেমি(মেহেরপুর), মুন্সি ওয়ালিউর রহমান ফুটবল একাডেমি(নড়াইল) ও শ্যামনগর ফুটবল একাডেমি(সাতক্ষীরা)। আগামী ২রা এপ্রিল প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।





পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
আজ সেই ভয়াল ১৫ নভেম্বর : সিডরের ১৫বছর
স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি