শিরোনাম:
●   লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত ●   রাঙ্গুনিয়াতে পানিতে পড়ে শিশুর মৃত্যু ●   ২০ মে রাঙামাটিতে অর্ধদিবস অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ ●   ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের কারাদণ্ড ●   প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ●   লংগদুতে সন্তু গ্রুপের সদস্যরা ইউপিডিএফ এর দুই সদস্যকে হত্যার নিন্দা ●   রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন ●   প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   সন্দ্বীপে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ ●   নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ ●   উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ ●   আগামীতে কারা দেশ চালাবে ? …সাইফুল হক ●   পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কাউখালীতে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ●   চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন ●   খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলা অবরোধ পালিত ●   শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ●   স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ ●   সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ●   কুষ্টিয়াতে সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় ভাতিজা নিহত ●   আবারো উত্তপ্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ●   রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন ●   প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা ●   এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিক্ষাজীবন অনিশ্চিত পূর্ণ বিশ্বাসের ●   উপজেলা পরিষদ নির্বাচন : বিয়ানীবাজারে প্রতিক বরাদ্দ ●   রাঙামাটি লেকসিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন ●   তহসিলদার শরিফুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা ●   গুইমারায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন জায়গাতে ১৪২৪ পহেলা বৈশাখ উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন জায়গাতে ১৪২৪ পহেলা বৈশাখ উদযাপন
৯০৫ বার পঠিত
শনিবার ● ১৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন জায়গাতে ১৪২৪ পহেলা বৈশাখ উদযাপন

---
গাজীপুরে নানা আয়োজনে বর্ষবরণ

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুরে ১৪ এপ্রিল শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রাটি গাজীপুর জেলা প্রসাশকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক এস এম আলম।
বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন, প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পরে সার্কিট হাউজ প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষ্যে পানতা ইলিশ খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা জজ এ কে এম এনামুল হক, জেলা প্রশাসক এস এম আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের বাসভবনে পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উৎযাপন করা হয়।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনরা অংশ নেন।
সাংগ্রাই উল্লাসে মেতে উঠেছে তরুণ-তরুনীরা
খাগড়াছড়ি প্রতিনিধি:: সাংগ্রাই উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে ভিন্ন রকম আয়োজন করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় মহিলা কলেজ সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে বিশ্ববাসীর শান্তি কামনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ম্রো সা থোয়াই মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জলণের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মং মংশি মারমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কংচাইরী মাষ্টার,সি:সহ-সভাপতি থইউ মারমা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, বৈসাবী উদযাপন কমিটির আহবায়ক ও সদর উপজেলা কমিটির সভাপতি পুতু মারমা, যুব ঐক্য পরিষদের আহবায়ক ক্যচিনু মারমা, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুইচিং মরামা প্রমূখ।

সাংগ্রাই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তরুণ-তরুণীরা লাল,নীল,সবুজ পোশাকে উল্লাসে ফেটে পড়ে। উচ্চ শব্দের সাউন্ট-সিস্টেম নিয়ে গাড়ীতে করে নেচে-গেয়ে আনন্দে মেতে উঠেন। সংগঠনটির উদ্যোগে প্রায় ২০ গাড়ীতে বিভিন্ন বয়সের খাগড়াছড়ি মহিলা কলেজ সংলগ্ন মারমা ঐক্য পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পানছড়ি উপজেলা পর্যন্ত বহন নিয়ে উল্লাসে মেতে উঠেছে তরুণ-তরুনীরা।
বাগেরহাটে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪২৪ কে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, পানতা রুই, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলার। ১৪ এপ্রিল শৃক্রবার সকাল ৯ টায় বর্নাঢ্য র্যালি মোরেলগঞ্জ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে মিলিত হয়। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ফাহিমা আকতার, জেলা পরিষদের সদস্যা আফরোজা আকতার , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিম হাওলাদার। এর আগে উপজেলা অফিসার ক্লাবে আয়োজন করা হয় পান্তা রুইয়ের। পরে উপজেলা মাঠে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি ও অন্ধের হাড়ি ভাঙ্গা।
বৈসাবি ও বর্ষবরণ উপলক্ষে পানছড়িতে মঙ্গল শোভযাত্রা
পানছড়ি প্রতিনিধি :: বৈ-সা-বি ও বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দকে রবণ উপলক্ষে খাগড়াছড়ি‘র পানছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ এপ্রিল শুক্রবার সকালে পানছড়ি উপজেলা প্রশাসন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল, সাওতাল সম্প্রদায়সহ বিভিন্ন প্রতিষ্টানের উদ্যেগে শোভযাত্রা, সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা প্রকার আয়োজন করা হয়।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে প্রতিষ্টানটির প্রধান শিক্ষক মো. অলি আহাম্মদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রসাশনের শোভযাত্রার সাথে মিলিত হয়। পরে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার নেতৃত্বে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
অপর দিকে বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্টানের।
র্যালী ও শোভযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোর, আবাল-বৃদ্ধ-বনিতা, বিভিন্ন শ্রেণী-পেশা মানুষেরা নানা রঙ্গের পোশাক পড়ে, নৃত্য ও ব্যান্ড পার্টির সুরেলা গানের তালে তালে ঢাক-ঢোলের শব্দে রাজপথ মুখরিত করে তুলে।
নানা আয়োজনে চুয়েট’এ বর্ষবরণ

--- রাউজান (দক্ষিন) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ বর্ণিল আয়োজনে ১৪ এপ্রিল শুক্রবার বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল সাড়ে সাতটায় চুয়েট গোল চত্বরে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল শিশুকিশোর অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি চুয়েট আবাসিক গোল চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় চুয়েট উপাচার্য উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে। নববর্ষ উদ্যাপনে এমন বন্ধন পৃথিবীতে বিরল। বৈশাখের সঙ্গে বাঙালি জীবনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চায় পহেলা বৈশাখ বাঙাতি জাতির জন্য অনুপ্রেরণা হতে পারে।

নবীগঞ্জে পালিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ

---নবীগঞ্জ প্রতিনিধি :: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।/ রসের আবেশ রাশি/ শুস্ক করে দাও আসি/ মায়ার কুজঝটিকাজাল যাক দূরে যাক, এসো, এসো, এসো, হে বৈশাখ।’ অপ্রাপ্তি ও বেদনাকে ধুয়ে মুছে, আকাশ-বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে সূচি করে তুলতেই আবার এসেছে বৈশাখ নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলোয় রাঙানো নতুন বাংলা বছর স্বাগত ১৪২৪। গত শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জে পালিত হয়েছে নতুন স্বপ্ন, উদ্যম আর প্রত্যাশার আবির ছড়ানো বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। বরাবরের মতো ভোরের আলো ফুটতেই নবীগঞ্জে শুরু হয় নতুনকে বরণ করে নেয়ার আয়োজন। সব বয়সের মানুষ এসে জড়ো হয় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানস্থলে।
সাদা রঙের শাড়ি পরে মাথায় বেলি ফুলের কোপায় রমনীদের আনন্দ অনেকটাই ছিল লক্ষ্যনীয়। শুধু তাই নয় ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে মণে করিয়ে দিলো শুক্রবার পহেলা বৈশাখ বাঙ্গালীদের মিলন মেলার দিন। শুধু ছেলে মেয়ে নয় শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবাই মগ্ন পহেলা বৈশাখ উদযাপন করতে। অনূষ্ঠানস্থলগুলোতে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্টানগুলোতে জুম্মার নামাজের বিরতির পর বন্ধু-বান্ধব একসাথে দলবেধে আসে অনুষ্ঠান উপভোগ করতে। নববর্ষের আনন্দে মেতে উঠে সব বয়সের নারী পুরুষ। প্রাণের বন্ধনে সবাই একত্র করতে প্রতিটি অনুষ্টানকে নজর কাড়া রুপ দেয়া হয়। সকাল ১০ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অনুষ্টানের সূচনা করা হয়।
নবীগঞ্জ সদর আদর্শ প্রাইমারী স্কুল মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বর্ষবরন পালন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিন্দু সুত্রধরের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সাহেল আহমদের পরিচালনায় এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি লিডার ছোটন চৌধুরী, বিশিষ্ট কবি বাদল কৃষ্ণ বনিক,কবি কোকিল দাশ,শিক্ষক আলী আমজাদ মিলন, শিল্পী শামস খেলা, প্যানেল মেয়র ফারজানা আক্তার পারুল,পৌর কাউন্সিলর নাসিমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শিল্পী ফজলু মিয়া,শিল্পী আসিফ ইকবাল সুমন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশ, যুগ্ম সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মুন্না, প্রমুখ।
এছাড়া নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও পরিসদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান চলে। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে জে.কে মডেল হাই স্কুলসহ পৃথক স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও র‌্যালী, আলোচনা সভা, সংগীত, নৃত্য, কবিতা, আবৃত্তি নাটিকাসহ অন্যান্য পর্ব অনুস্টিত হয়। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দ।
অনুষ্টানগুলো পরিদর্শন করেন, স্থানীয় সাংসদ এম এ মুনিম চৌধুরী বাব, সংরক্ষিত আসনের সাংসদ এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানার তদন্ত ওসি ইকবাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশ, যুগ্ম সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।
এদিকে নববর্ষ উদযাপন নির্বিঘ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ শহরের বাহিরে বিভিন্ন স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন স্থানেও শান্তিপূর্ণভাবে নববর্ষ পালিত হয়েছে।

ঈশ্বরদীতে অশুভ শক্তিকে রুখে দেওয়ার শপথের মধ্য দিয়ে বিভিন্ন আয়োজন 

---ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :: পৃথিবীর মানুষের এগিয়ে যাওযার গতির সাথে তাল মিলিয়ে ঈশ্বরদীর সর্বস্তরের মানুষেরও এগিয়ে যাওয়ার সাংস্কৃৃতিকে সামনে তুলে আনার প্রত্যয়ে এবারও ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। বাঙালীর ঐতিহ্য আর সাংস্কৃতির সাথে মিশে থাকা পহেলা বৈশাখে অশুভ শক্তিকে রুখে দেওয়ার শপথের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে বর্ণাঢ্য র‌্যালি,পান্থা ভোজন,পিঠা উৎসব,লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে র‌্যালি ও সকল কর্মসুচির উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু,অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম,ইউএনও শাকিল মাহমুদ,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না,ওসি আব্দুল হাই তালুকদার,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্না,প্রকৌশলী এনামুল হকসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। এছাড়াও পাকশী বিভাগীয় রেলওয়ে অফিস,বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট,কৃষি গবেষণা প্রতিষ্ঠান, নিউএরা ফাউন্ডেশন, প্রেসক্লাব,পাবনা চিনিমিল,পাকশী পেপার মিল, সপ্তক সঙ্গীত বিদ্যালয়,আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, ওসাকা, বিভিন্ন প্রকার শিক্ষা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসুচির আয়োজন করা হয়। সাঁড়া পদ্মা নদীর ধারে কুল মাঠে তিনদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা শুভ নববর্ষ ১৪২৪ উৎযাপন
---ঝিনাইদহ প্রতিনিধি :: বাঙ্গালী জাতির সাংস্কৃতির ঐতিহ্য যার মাধ্যমে বাঙ্গালীর হাজার বছরের চেতনার পরিচয় বহন সেই ১লা বৈশাখ ‘১৪২৪’ ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১ লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন গুলি গান, নাচ,কবিতা পাঠের আসর, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, নাটক ও পুরষ্কার বিতারনের আয়োজন করে।

সকাল ৮ টায় ঝিনাইদহ পুরান ডি সি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদারের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান একটি মঙ্গল শোভা যাত্রা বাহির করে। এই সোভা যাত্রাটি ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় পুরান ডি সি কোর্ট চত্বরে এসে শেষ হয়। এ মঙ্গল শোভা যাত্রায় ঝিনাইদহ ১ আসনের এম পি আব্দুল হাই, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, ঝিনাইদহ আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গ যোগদান করে।

সকাল ৯ টায় ঝিনাইদহ মুক্তমঞ্চে জেল প্রশাসকের সভাপতিত্বে ১ বৈশাখ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল আব্দুল হাই এম পি, বিশেষ অতিথি হিসাবে আলচনায় অংশ গ্রহণ করে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান, পোর মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ। ঝিনাইদহ শিশু একাডেমী জেলা প্রশাসকের সহযোগিতায় ১৩ ও ১৪ এপ্রিল ২ দিন ব্যাপি বাংলা নববর্ষ উদযাপন শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য প্রতিযোগিতা ২০১৭ এর আয়োজন করে।

আবৃতি, ঘুড়ি উঠান, চিত্রাংকন, যেমন খুসি তেমন সাজো, শিশু নাট্য প্রতিযোগিতা, লোক নৃত্ত, লোকজ সঙ্গীত, বিজ্ঞান যন্ত্র বিষয়ক প্রতিযোগিতা, স্টল প্রদর্শনী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা প্রশাসকের সহ ধর্মিণী ও ঝিনাইদহ লেডিস ক্লাবের সভাপতি মিসেস ঊর্মিলা আক্তার। ১৪ এপ্রিল বিকাল ৫ টায় ঝিনাইদহ জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন। তাছাড়া অংকুর নাট্য একাডেমী পৌর শিশু পার্কে ১৩ ও ১৪ এপ্রিল ২ দিন ব্যাপি বর্ষবরণ ও সাংস্কৃতির উৎসবের আয়োজন করে।

বর্ষবরণ ও সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিল ঝিনাইদহের বিশিষ্ট শিল্পপতি প্রিয়াংকা গ্রুফের চেয়ারম্যান সাইদুর রহমান সজল। এখানে ২ দিন ব্যাপ্তি চলে বিভিন্ন প্রকার সঙ্গীত, মঞ্চ নাটক, কবিতা আবৃতি ও আলোচনা সভা। বিকালে অংকুর নাট্য একাডেমীর সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার সহ অন্যন্যরা উপস্থিত ছিল।

তাছাড়া দুর্জয় শিশু কিশোর সংগঠন, গনশিল্পী সংস্থা সহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে ঝিনাইদহ শহরে মঙ্গল শোভাযাত্রা বাহির করে। ১ লা বৈশাখ শহর ছাড়া গ্রামেও বিভিন্ন প্রতিষ্ঠানে জাক জামক পূর্ণ ভাবে পালিত হয় তারমধ্যে ঝিনাইদহ তেতুল তলা বাজারে বাংলা শুভ নববর্ষ ১৪২৪ উপলক্ষে ১ লা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহ এম কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী বৃন্দ স্কুল চত্বরে একটি র‌্যালি বের করে।

র‌্যালী শেষে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী গন ইলিশ পান্তা ভাত আলু ভত্তা খাবার খায়। শেষে এম কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা করেন ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, সাংবাদিক জাহিদুর রহমান তারিক ও সাহিদুল এনাম, ইউ পি সদস্য নুরনাহার, ম্যানিজিং কমিটির সদস্য আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক মাহাফুজা রহমান প্রমুখ।বিকালে ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তায় বৈশাখী সাঁজে ছেলে মেয়েদের ঘুরে বেড়াতে দেখা যায় ও শহরের হোটেল গুলোর সামনে প্রচুর লোক সমাগম দেখতে পাওয়া যায়।

ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির কালোব্যাচে ১লা বৈশাখ পালন

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে শিক্ষকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের বৈশাখী ভাতার দাবীতে কাল ব্যাজ ধারন করে ১ লা বৈশাখের অনুষ্ঠান পালন করতে দেখা যায়। এর কারন জানতে চাওয়া হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিন জানান, গত ২৯ শে মার্চ সকাল ১০ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ঘোষণা করা হয় যে বিক্ষিপ্ত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতিয় করন না কে শিক্ষাব্যবস্থা কে জাতীয় করন করতে হবে।জাতীয় শিক্ষা নীতি ২০১০ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া পুনাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা দিতে হবে। জাতি সংঘের “ইউনেস্কো ও আই এলও” সুপারিশের আলোকে শিক্ষা খাতে জিডিপির ৬% বরাদ্দ রাখতে হবে। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করতে হবে। অবসর কালের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করতে হবে। এই দাবী ১৪ এপ্রিলের পূর্বে পূরণ না হলে ১৪ এপ্রিল কাল ব্যাজ ধারন করে বৈশাখী পালন করে ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)