বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পুলিশের মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান
গাজীপুরে পুলিশের মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
১০ মে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ও আশপাশের লিঙ্ক রোডসমূহে অভিযান পরিচালনা করা হয়। মাওনা হাইওয়ে থানা পুলিশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ অভিযানের আয়োজন করেন।
এ সময় উড়াল সেতুর নিচে, মহাসড়কের দুই দিকে, শ্রীপুর-মাওনা, মাওনা-কালিয়াকৈর ও ফুটপাতসমূহে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে স্তুপ করা হয়। ওসি নিজে আবর্জনা জমানোর কাজে অংশ নেন। পরে সেগুলো শ্রীপুর পৌরসভা পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় ভ্যানযোগে সরিয়ে নেয়া হয়।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এটি নিয়মিত অভিযান হিসেবে পরিচালিত হবে। আবর্জনামুক্ত মাওনা চৌরাস্তা এবং নির্বিঘœন ফুটপাত প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে উড়াল সেতুর নিচে ও আশপাশে শোভাবর্ধণকারী গাছপালা রোপণ করা হবে।
এসময় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন