মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে বিশ্বনেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে বিশ্বনেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মি.) মায়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চিত ও মানবতাবিরোধী নির্মম নির্যাতন বন্ধে অবিলম্বে ওআইসি-জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মায়ানমারে চলমান মানবতাবিরোধী রোহিঙ্গা মানবতার চরম সংকটে। রোহিঙ্গাদের উপর বারবার নির্যাতন ও হত্যাযজ্ঞের ফলে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠী আজ চরম হুমকি ও সংকটের মুখে। এ সংকট উত্তোরনে ও মানবতাকে রক্ষায় বিশ্বনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী। মায়ানমারে অব্যাহত রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম বৌদ্ধ বিহার সম্মুখে সংগঠনের চেয়ারম্যান জে.বি.এস. আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংষ্কৃতি বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
এ সময় বক্তারা বলেন, কোন ধর্মেই মানুষ হত্যা, শিশু ও নারী নির্যাতন, অন্যের ধন-সম্পদ লুণ্ঠন করার অধিকার দেয়নি। সকল মানবজাতি ভিন্ন ভিন্ন ধর্মের হলেও সকলে একই সূত্রে গাঁথা। সকলেই মানবজাতি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুগে যুগে ধর্ম যাজকরা ধর্মের বাণী ও শান্তির বার্তা প্রচার করেছেন। মানবতার জয়গান ও বিশ্বের শান্তি একই সূত্রে জড়িত। তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় এবং শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে অশান্তি পরিহার করে মায়ানমারের অব্যাহত গণধিকৃত মানবতাবিরোধী কর্মকান্ড, শিশু-নারী নির্যাতন, রোহিঙ্গা সম্প্রদায়ের নৃশংস নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ভদন্ত প্রিয়রতœ মহাথের, ভদন্ত এল অনুরুদ্ধ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি.এস. আনন্দবোধি ভিক্ষু, ভদন্ত সত্যজিৎ ভিক্ষু, ভদন্ত আনন্দবোধি ভিক্ষু, ধর্মবোধি ভিক্ষু, রতনানন্দ ভিক্ষু, সুভদ্র ভিক্ষু, সংঘবোধি ভিক্ষু, বিমলানন্দ ভিক্ষু, নন্দবোধি ভিক্ষু, শিলব্রত শ্রামন, মোদিতাপাল শ্রামন, দীপবংশ শ্রামন, বীর মুক্তিযোদ্ধা বোধিপাল বড়–য়া, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, অনিল বড়ুয়া, জীবন বিকাশ বড়ুয়া, ডা: তনয় বড়ুয়া, দিলীপ বড়ুয়া, রতন কান্তি বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, সুধীর রঞ্জন বড়ুয়া, অঞ্জন বড়ুয়া, অধ্যাপক সুমন দত্ত, সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত, প্রকৌশলী প্রমোতোষ বড়ুয়া, রাশেদ মাহমুদ, শ্যামল বড়ুয়া, রণি বড়ুয়া, ডা: লিনি বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, নোমান উল্লা বাহার, কবি আসিফ ইকবাল, সালাউদ্দিন লিটন, রুবেল বড়ুয়া ও সুপায়ন বড়ুয়া ।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন