শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় ঐতিহ্যবাহী লাঠি খেলা
শৈলকুপায় ঐতিহ্যবাহী লাঠি খেলা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৯মি.) প্রতিবছরের ন্যায় মহা ধুম ধামে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল তিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী লাঠি খেলা গতকাল বৃহস্পতিবার বিকালে শুরু হয়।
এবারে লাঠি খেলার সমস্ত প্রকার আয়োজনে ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাস সহ ফুলহরি গ্রামবাসী।
এবারের লাঠি খেলায় ১৪/১৫টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশ গ্রহণ করেন।
এদের মধ্যে বিত্তিপাড়া, কাজীপাড়া, কলম নগর পুটিমারী, গোলাপ নগর, গাড়াবাড়ীয়া, দুধসর, চাঁদপুর, রামচন্দ্রপুর, চাকলা পাড়া, দেবী নগর নাটাবাড়ীয়া, ফুলহরী গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী উক্ত খেলায় অংশ গ্রহণ করেন।
এ খেলা দেখতে এলাকা সহ দুর-দুরান্তের শত শত ছেলে ও মেয়েরা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে আমির হামজা (৬০), আজিবার মন্ডল (৭৬) বলেন, আমরা ৫০/৬০ বছর ধরে আমরা খেলা দেখছি। আগে বিভিন্ন ধরনের খেলা হতো, এখন ডিজিটাল যুগে আর সেসব খেলা দেখা যায় না। তবে লাঠি খেলা ভালোবাসী তাই দেখতে ছুটে এসেছি।
তাছাড়া আমরা নিজেরাও লাঠিখেলা করি। আজকেউ ফুলহরি স্কুল মাঠে আমরাও লাঠি খেলা করবো। ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উপস্থিত হন শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের আবু বকর বিশ্বাস, ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক সহ আরো অনেকে।
উল্লেখ্য, ধারাবাহীকভাবে প্রায় ৬০ বছর ধরে শৈলকুপার ভাটই বাজারের ফুলহরি গ্রামে এ অতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ