রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনা পৌর সভায় টিপু একক প্রার্থী জেতার প্রত্যয়ে আওয়ামীলীগ
পাবনা পৌর সভায় টিপু একক প্রার্থী জেতার প্রত্যয়ে আওয়ামীলীগ

পাবনা প্রতিনিধি :: পাবনা পৌর সভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও  জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা কামিল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার  করায় একক প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনীত  ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক  রকিব হাসান টিপু৷ কামিল হোসেনের প্রার্থীতা প্রত্যাহরে খবরে চরম উচ্ছ্বাস  দেখা গেছে আওয়ামীলীগ, যুবলীবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ,  স্বেচ্ছা সেবকলীগ,ওলামালীগের নেতা কর্মীদের মধ্যে৷ নতুন প্রাণ ফিরে পেয়েছে  টিপুর নির্বাচনী কার্যক্রমে৷
আওয়ামীলীগ নেতা আলহাজ শেখ রাসেল আলী মাসুদ জানান, মাননীয় প্রধান  মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করা ও দলীয় শৃঙ্খলা রৰার্থে,  বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা.  দিপু মনি এমপি ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক  প্রিন্স এমপি এর অনুরোধে জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো: কামিল  হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেন৷
রোববার বিকেলে রিটার্নিং অফিসারের কাছে কামিল হোসেন প্রর্থিতা  প্রত্যাহারের আবেদন করেন এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা আলহাজ শেখ  রাসেল আলী মাসুদ, এ্যাড. আব্দুস সামাদ খান রতন, বিপ্লব কুমার, সাইদ  মু্ন্সী প্রমুখ৷
পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল রহিম লাল বলেন- প্রভাবশালী  আওয়ামীলীগ নেতা মো. কামিল হোসেন  স্বাধীনতার প্রতীক নৌকার প্রতি শ্রদ্ধা  জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছে৷ এই জন্য পাবনা জেলা আওয়ামীলীগের পক্ষ  থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি৷ কামিল হোসেনের প্রার্থীতা প্রত্যাহার করায়  প্রমাণিত হয়েছে সে  বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বের প্রতি আস্থাশীল৷ যারা প্রার্থীতা প্রত্যাহার করে নাই তাদের  বিরম্নদ্ধে কেন্দ্রের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে৷
এ ব্যাপারে কয়েকজন নেতা কর্মি আগামী নির্বাচনে জেতার প্রত্যয় ব্যক্ত  করে বলেন - পৌর নির্বাচনে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো. কামিল হোসেন  প্রার্থী হওয়ায় আওয়ামীলীগে যে গুমট ভাব ছিল প্রত্যহার করায় তা কেটে গেল৷  কামিল হোসেনের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের  নেতা কর্মীদের মধ্যে গুমট ভাব কেটে গিয়ে নতুন প্রাণের সৃষ্ঠি হয়েছে ৷  এতে  রকিব হাসান টিপুর নির্বাচনে জিতার সম্ভাবনা অনেকাংশে বাড়ল৷

      
      
      



    সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের    
    এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত    
    ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল    
    এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান    
    সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট    
    চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার    
    চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন    
    পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন    
    চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১    
    বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান