বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ও ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ
ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ও ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ
গাইবান্ধা প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি গত তিন-চার দিনেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে উপজেলার নদীবেষ্টিত চরগুলোর নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়ায় কয়েক হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। সেইসঙ্গে শতশত একর ফসলি জমি, শাকসবজির ক্ষেতসহ সদ্য রোপণকৃত বীজতলা তলিয়ে গেছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কয়েকটি পয়েন্টে নদীভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি, গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা ও ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারিতে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃহসপতিবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি তিস্তামুখ ঘাট পয়েন্টে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দু-এক দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করে যাবে।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক জানান, পানি বৃদ্ধি কারণে নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ২০০টি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ