শুক্রবার ● ৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গনপিটুনিতে ২ চোর নিহত
রাউজানে গনপিটুনিতে ২ চোর নিহত
রাউজান প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৬মি.) চট্টগ্রামে রাউজান উপজেলার ঊনসত্তর পাড়া গ্রামের অাবাসিক এলাকার সিরাজ কলোনিতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর গনপিটুনিতে সাইফুল প্রকাশ শাহ অালম (২৮) ও মুক্তার (২৭) দুই চোর নিহত হয়। আজ শুক্রবার ৭-সেপ্টেম্বর ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলাকার অানজু মিয়া ছেলে ও মুক্তার একই এলাকার কালু মিয়ার ছেলে।
জানাযায় উত্তেজিত জনতার গনপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় তারা।
স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, তারা বিভিন্ন সময় ঘড়-বাড়ি দোকানসহ চুরি অভিযোগ রয়েছে কিছু দিন অাগেও কারাগার থেকে অাসেন তারা, চুরি জন্য এলাকার মানুষ অতিষ্ট হয়ে গেছেন,। তিনি অারো বলেন এখন এলাকার মানুষ কিছুটা হলেও শান্তিতে রাতে ঘুমাতে পারবেন।
রাউজান থানার পুলিশের (এসআই) কেপায়েত উল্লাহ জানান, রাতে ঊনসত্তর পাড়া গ্রামের অাবাসিক এলাকার সিরাজ কলোনিতে বাসা বাড়িতে ওই দুই চোর সহ অারো কয়েক জন চুরি করতে যায়।
এসময় গৃহকর্তা জেগে উঠলে চিৎকারে এলাকাবাসী চোরদেরকে ধরে গনপিটুনি দেয়।
এ সময় অন্যরা পালিয়ে যায়। এদিকে মুক্তার এর নামে একাদিক চুরি মামলা অাছে তাকে বেশ কয়েকবার চালান দেওয়া হয়েছিল। নিহত সাইফুল এর নামে সিএনজি চুরি সহ একাদিক ইয়াবা মামলা অাছেন। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও লোহার রড পাওয়া য়ায়। তিনি জানান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম