বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাবনায় বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা
পাবনায় বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী এলাকায় বের করা হয় সর্বকালের বৃহৎ র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা। বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল সাড়ে দশ হাজার বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন শাখার নেতা কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার প্রায় ৬০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। চলমান শোভাযাত্রা দেখে বিভিন্ন রাস্তার পাশে দাঁড়ানো শত শত সাধারণ মানুষ হাত তুলে অভিনন্দন জানান। শোভাযাত্রা চলাকালে আটঘরিয়া,চাঁদভা ও খিদিরপুর বাজারসহ চারস্থানে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু,আনোয়ার হোসেন জনি কমিশনার ও সাবেক ভিপি নেফাউর রহমান রাজু বক্তব্য দেন।
এসব সভায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন করতে দেওয়া হবেনা। হোন্ডা শোভাযাত্রা বের করা এবং একাধিক পথসভার আয়োজন করা হয়েছে শুধু গণতন্ত্রকে উদ্ধার এবং আমাদের মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনের জন্য নেতাকর্মী-সমর্থকদের প্রস্তুত করার জন্য। এসময় ঈশ্বরদী মহিলা দলের সভানেত্রী মিসেস সেলিনা ইসলাম সিরাজও উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে দশটায় ঈশ্বরদী রেলগেটস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত হয় প্রতিবাদসভা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শামসুদ্দিন আহমেদ মালিথা ও জাকারিয়া পিন্টু। ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে আতিয়ার রহমান চেয়ারম্যান,নেফাউর রহমান রাজু,এসএম ফজলুর রহমান,আনোয়ার হোসেন জনি,ইসলাম হোসেন জুয়েল,মোস্তফা নুরে আলম শ্যামল ও জাকির হোসেন জুয়েল।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান