মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনার ৭টি পৌর নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যাক্তি ইমেজের লড়াই
পাবনার ৭টি পৌর নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যাক্তি ইমেজের লড়াই

রফিকুল ইসলাম সুইট, পাবনা:: পাবনায় সর্বত্রই পৌর নির্বাচনের আমেজ৷ চায়ের দোকানসহ সর্বই চলে নির্বাচনের বিশ্লেষন৷ জয় পরাজয়ের হাজারো যুক্তি সমর্থকদের মধ্যে৷ জেলার ৯টি পৌর সভার মধ্যে ৭টিতে নির্বাচন হচ্ছে এবার৷ এই ৭ টি পৌরসভা নির্বাচনে নৌকা, ধানের শীষ প্রতীক প্রার্থী ও ব্যক্তি ইমেজের প্রার্থীদের মধ্যে হবে লড়াই৷ ৭টার মধ্যে ৪ টিতেই হবে ব্যক্তি ইমেজের প্রার্থীদের সাথে দলী প্রার্থীদের মুল প্রতিদ্বন্দিতা৷ কিছু জায়গায় ভাংচুর. হামলা ও প্রার্থীর প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে৷ সুজানগর পৌর সভায় প্রায় প্রতিদিনই এসব হামলা,ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী ঘটনা ঘটছে৷ সরকারি দলের ক্ষমতা প্রদর্শন কি হবে - ভোটাররা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে কিনা তা নিয়েও রয়েছে আশংকা৷ জেলার ৭টি পৌর সভার বিভিন্ন প্রার্থী , শ্রেনী পেশার মানুষ এবং ভোটারদের সাথে আলাপ করে জানাগেছে বিভিন্ন চিত্র৷প্রশাসন একটি সুষ্ঠ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন৷
পাবনা: পাবনা পৌর সভায় বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রকিব হাসান টিপু এর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে৷ তবে উভয়ই সমান সমান মনে করছে ভোটাররা৷ জামায়াতের প্রার্থী না থাকায় হিসেব কসতে সম্যসা হচ্ছে বিশেস্নষকদের৷ জামাতের ভোট ধানের শীষে দিলে সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী নুর মোহম্মদ মাসুম বগা প্রদিদ্বন্দিতায় চলে আসবে বলে মনে করেন ভোটাররা৷
সুজানগর: পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগের ৩ জন, বি্নেপির ২ জন এবং জাতীয় পার্টির ১জন নির্বাচন করছে৷ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব, বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন তোফা, বিএনপি মনোনীত মো: আজম আলী বিশ্বাস এর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে জানাগেছে৷এই পৌর সভায় প্রায় ঘটছে হামলা, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন৷আব্দুল ওহাবেব সমর্থকেরা এসব ঘটনা ঘটাচ্ছে বলে বিভিন্ন সময় অভিয়োগ করছে অন্য প্রার্থীরা৷ বর্তমান আওয়ামীলীগের বড় অংশ বর্তমান তোফার পৰে হওয়ায় তারই সম্ভাবনা বেশী বলে জানিয়েছেন বেশ কিছু ভোটার ৷
চাটমোহর : বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মির্জা রেজাউল করিম দুলাল, বিএনপি মনোনীতপ্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু ও সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মান্নান এর মধ্যে লড়াই হবে ধারনা করছে স্থানীয় ভোটাররা৷ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন সাখোর সম্ভাবনা কম হওয়ায় দুলাল মির্জার সম্ভাবনা বেশী বলে মনে করছে স্থানীয় ভোটাররা৷তবে এখানে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে বলে মনে করেছেন বিশ্লেষকরা৷
ঈশ্বরদী : আওয়ামীলীগের আবুল কালাম আজাদ মিন্টু ও বিএনপির বর্তমান মেয়র মোকলেছুর রহমান মিন্টুর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে বলে জানিয়েছেন বেশ কিছু ভোটার৷ ভোটাররা আরও জানান তুলনামুলকভাবে আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে আছে৷
সাথিঁয়া : আওয়ামীলীগের বর্তমান মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক ও পৌরসভা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে৷ জামায়াত সমর্থিত প্রার্থী ভালো ভোট পাবে বলে ধারণা করছেন স্থানীয়রা৷ বর্তমান মেয়রই আবার জয়ী হওয়ার সম্ভাবনা বেশী বলে মনে করেন স্থানীয়রা৷
ফরিদপুর : আওয়ামীলীগের বর্তমান মেয়র মো: কামরুজ্জামান মাজেদ ও বিএনপির এনামুল হক এর মধ্যে লড়াই হবে ৷ তুলনা মুলকভাবে আওয়ামীলীগের ভোট কম কিন্তু বর্তমান মেয়র মাজেদের জনপ্রিয়তার কারণে লড়াই হবে ব্যাপকভাবে বলে জানিয়েছেন স্থানীয়রা৷
ভাঙ্গুড়া: আওয়ামীলীগ মনোনীত পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান ও আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান