বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-২ আসনে মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাহাবুব আরা বেগম গিনি
গাইবান্ধা-২ আসনে মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাহাবুব আরা বেগম গিনি
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৩মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে হুইপ মাহাবুব আরা বেগম গিনি আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তার পক্ষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মনোনয়ন প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, মাহবুব আলম কোট, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবি রাজীবসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে হাসান মাহমুদ সিদ্দিক, রণজিত বকসী সূর্য, মোশারফ হোসেন দুলাল, মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার