শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » পুলিশি তৎপরতায় মিছিল করতে পারেনি বিশ্বনাথ বিএনপি
পুলিশি তৎপরতায় মিছিল করতে পারেনি বিশ্বনাথ বিএনপি
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে পুলিশের তৎপরতায় মিছিল বের করতে পারেনি উপজেলা বিএনপি। আজ শনিবার বেলা ৩টায় ধানের শীষের সমর্থনে ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর প্রার্থীতা স্থগিতের প্রতিবাদে উপজেলা সদরে মিছিল করার ঘোষণা দেয় বিএনপি। শুক্রবার উপজেলা বিএনপির নেতাকর্মীরা ওই মিছিলের সিদ্ধান্ত নেন। কিন্তু খবর পেয়ে শনিবার থানা পুলিশ তৎপর হয়ে রাস্তায় নেমে যায়। এতে বিএনপি তাদের পূর্ব ঘোষিত ওই মিছিলটি বের করতে পারেনি।
বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে ইলিয়াস পত্নীর প্রার্থীতা স্থগিত করা হয়। তখন নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের সমর্থনে ওঠান বৈঠকে ছিলেন লুনা। তার প্রার্থীতা স্থগিতের খবর শুনে কান্না জরিত কন্ঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন, বিনা ভোটে এমপি হতে তার প্রার্থীতা বাতিলের ষড়যন্ত্র চলছে। এই বলে তিনি সভা সমাপ্তি করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এর পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। আজ শনিবার উপজেলা সদরে ওই মিছিলের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা।
এব্যাপারে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান জালালউদ্দিন বলেন, প্রতিবাদ মিছিল নয়, আমরা ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল বের করার কথা ছিলো। কিন্তু পুলিশের অনুরোধে সেই মিছিলটি বন্ধ করা হয়েছে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, নির্বাচনকালিন সময়ে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষেই আমরা উপজেলা সদরে টহল দিয়েছি।





ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
জুলাই সনদ ও গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে হবে
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন