মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গুনীজন » রাঙামাটির প্রবিন চিকিৎসক ডা. এ কে দেওয়ান ও ডা. প্রমিলা চৌধুরী আর নেই
রাঙামাটির প্রবিন চিকিৎসক ডা. এ কে দেওয়ান ও ডা. প্রমিলা চৌধুরী আর নেই
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির দুই প্রখ্যাত প্রবিন চিকিৎসক ডা. এ কে দেওয়ান ও ডা. প্রমিলা চৌধুরী আর নেই বার্ধক্য জনিত কারনে সোমবার সকালে মারা গেছেন। ড.: এ কে দেওয়ান চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তার বড় ছেলে ও ছোট মেয়ে অষ্ট্রেলিয়া অবস্থান করায় তারা দেশে পৌছাঁর পর বুধবার ডা দেওয়ানের মরদেহ রাঙামাটি নিয়ে আসা হবে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে আসাম বস্তি মহাশশ্মানে শেষ কৃত্য সম্পন্ন করা হবে। উল্লেখ্য ডা. এ কে দেওয়ান এর সহধর্মীনী সাবেক সংসদ সদস্য সুদীপ্তা দেওয়ান ২০১৫ সালে মারা যান।
এদিকে রাঙামাটি শহরের আরেক প্রখ্যাত প্রবিন চিকিৎসক ডা. প্রমিলা চৌধুরী সোমবার সকাল ৯,৪৫ মিনিটে শহরের দক্ষিণ কালিন্দিপুর নিজ বাসায় মারা গেছেন । তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন । বড় ছেলে মাষ্টার সমীরন চৌধুরী , ফার্মাসিস্ট প্রবির চৌধুরী ও মেয়ে গৃহীনি সীমা চৌধুরী । কাল মঙ্গলবার সকাল ১০ টায় তাঁর শশুরালয়ে সৎকার্য সম্পাদনের জন্য রাউযানের বিনাজুরি নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু