শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাবনায় নতুন পেঁয়াজ, কমেছে দাম
পাবনায় নতুন পেঁয়াজ, কমেছে দাম
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে ব্যাপকভাবে মূলকাটা নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। বলতে গেলে উপজেলার হাট-বাজারে নতুন পেঁয়াজের বন্যা বইছে। আর নতুন ওই পেঁয়াজ উঠার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে মণ প্রতি দাম কমেছে অর্ধেক। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে আগাম মূলকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮‘শ হেক্টর জমিতে। কিন্তু অনুকূল আবহাওয়ার কারণে আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে উপজেলার অধিকাংশ হাট-বাজারে ব্যাপকভাবে মূলকাটা নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।
উপজেলার হেমরাজপুর গ্রামের পেঁয়াজ চাষী ইকবাল হোসেন বলেন, বর্তমানে অধিকাংশ কৃষক তাদের জমির মূলকাটা পেঁয়াজ উঠানো শুরু করেছেন।
আগামী সপ্তাহে আরো ব্যাপকভাবে উঠানো শুরু হবে। এদিকে নতুন ওই পেঁয়াজ উঠার কারণে হাট-বাজারে ব্যাপকভাবে দাম কমেছে। সুজানগর পৌর বাজার পেঁয়াজ হাটা সরেজমিন ঘুরে জানা যায়, পেঁয়াজের বাজারে ব্যাপক দর পতন ঘটেছে। বাজারে আগত উপজেলার গোপালপুর গ্রামের পেঁয়াজ চাষী আব্দুল খালেক বলেন, গত সপ্তাহে পৌর বাজারসহ স্থানীয় হাট-বাজারে প্রতি মণ পুরোনো পেঁয়াজ বিক্রি হয়েছে ৭-৮হাজার টাকা দরে আর মূলকাটা নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৪থেকে ৫হাজার টাকা দরে।
কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে বর্তমানে ওই সকল হাট-বাজারে প্রতি মনে পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪-৫ হাজার টাকা দরে আর মূলকাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২হাজার থেকে আড়াই হাজার টাকা দরে। এ হিসাবে মণ প্রতি দাম কমেছে অর্ধেক। পৌর বাজারের আড়তদার রবিউল ইসলাম ও ব্যবসায়ী গোলাপ হোসেন বলেন, পেঁয়াজের দাম কম-বেশি নির্ভর করে আমদানির ওপর।
বর্তমানে হাট-বাজারে প্রচুর পরিমাণে মূলকাটা নতুন পেঁয়াজ আমদানি হওয়ার কারণে দাম একদম কমে গেছে। ফলে বর্তমান এ বাজারে হাট-বাজারে প্রতি কেজি নতুন পেঁয়াজের খুচরা মূল্য মাত্র ৫০থেকে ৬০টাকা আর পুরোনো পেঁয়াজের মূল্য প্রতি কেজি ১২০থেকে ১৩০টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার বলেন, আগামী সপ্তাহ থেকে মূলকাটা নতুন পেঁয়াজ পুরাদমে উঠা শুরু হবে। এ সময় বাজার একদম স্বাভাবিক হয়ে যাবে।





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত