মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন
বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধি :: ডিজিটাল গণমাধ্যম ও অনলাইন সাংবাদিকদের অধিকার বাস্তবায়নের প্রত্যয় নিয়ে “বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব”র যাত্রা শুরু হয়েছিলো ফেব্রুয়ারি ২০১৫ সালে। আহবায়ক কমিটির মাধ্যমে এতদিন সকল কার্যক্রম চলে আসছিল। যা বিগত দিনগুলোতে সুনাম ও সফলতার সাথে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়। আজ ১০১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।
শেখ সাইফুল ইসলাম কবির(দৈনিক আমাদের নতুন সময়/দৈনিক লাখোকণ্ঠ/সময়ের কণ্ঠস্বর/আমাদেরসময়.কম/আমাদের জেলা প্রতিনিধি )কে সভাপতি ও ডি এম সাইফুল্লাহ খান (এসএনএবিডি.নেট) কে সাধারণ সম্পাদন করে এই কমটি ঘোষনা করা হয়েছে।
সারাদেশের সকল অনলাইন সংগঠন ও সংবাদকর্মীদের সর্বপ্রকার দাবী বাস্তবায়ন এবং সমস্যা নিরসনে ‘বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব’ সহায়ক হিসেবে কাজ করে যাবে।
‘বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবে’র এই কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছেন-শেখ সাইফুল ইসলাম কবির সভাপতি (দৈনিক লাখোকণ্ঠ,আমাদের সময়), মুনসুর আহমেদ সহ-সভাপতি(দৈনিক নওরোজ) ,একরামুল হক বেলাল সহ-সভাপতি (সংবাদ প্রতিক্ষণ),এম. এ.সাবলু সহ-সভাপতি (বিডিজাহান.কম), আমিনুল হক সহ-সভাপতি (বাংলাদেশ টেলিভিশন), মো: শামছুল আলম সহ-সভাপতি (দৈনিক দিন প্রতিদিন),এ কে এম নাজিমুদ্দিন অপি সহ-সভাপতি (নিউজ ফেয়ার২৪.কম) ডি এম সাইফুল্লাহ খান সাধারণ সম্পাদক (এসএনএবিডি.নেট),ডা: নাইনুর রহমান জয় যুগ্ম -সাধারণ সম্পাদক(প্রতিদিনজয়.কম),মো. শাহজাহান খান যুগ্ম -সাধারণ সম্পাদক( দৈনিক লাখোকণ্ঠ),আমিরুল ইসলাম কবির যুগ্ম -সাধারণ সম্পাদক (জয়যাত্রা টিভি),শিমুল রেজা যুগ্ম -সাধারণ সম্পাদক (দৈনিক জাগোদেশ)মো: আহসান হাবীব সাংগঠনিক সম্পাদক -(একুশে সংবাদ),স্বপ্নীল চৌধুরী জাবেদ-সাংগঠনিক সম্পাদক(জ্যাকনিউজটিভি/সপ্তবর্ণা), মো: আরিফ বিল্লাহ নাছিম-সাংগঠনিক সম্পাদক (দৈনিক সময়ের খবর),আহসান হাবিব রিপন সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক বর্তামান),আবু জাফর সহ-সাংগাঠনিক সম্পাদক(দৈনিক মুক্তখবর/সংযোগ বাংলাদেশ),নুরে আলম পারভেজ,শিমুল রেজা-সহ-সাংগাঠনিক সম্পাদক ( সম্পাদক ও প্রকাশক দৈনিক জাগো দেশ),নাসিম আহমেদ রিয়াদ সহ-সাংগাঠনিক সম্পাদক(প্রকাশক, প্রতিদিনের সময়),দপ্তর সম্পাদক টি এম রনি সাগর(জয় বাংলা ভিশন/দৈনিক শিক্ষা),-প্রচার সম্পাদক(নতুন কাগজ/দৈনিক সরেজমিন বার্তা),এড.সাইয়েদা ওয়াজিয়া সুলতানা আনিকা-আইন বিষয়ক সম্পাদক(বাংলার কন্ঠ),মো:ইমাম উদ্দিন আজাদ-সমাজ কল্যাণ সম্পাদক (দৈনিক আমার সংবাদ),মাহমুদুল হাসান রাকিব কার্যনির্বাহী সদস্য- (বিবিসিনিউজ২৪.কম),মোহাম্মদ রাকিব বিন রহিম -কার্যনির্বাহী সদস্য (প্রিয় টিভি),ফারহানুর রহমান-সদস্য (তদন্ত চিত্র),মো:নবিনুর রহমান-সদস্য (প্রতিদিনজয়.কম),মো:আনোয়ার হোসেন-সদস্য (এমকেপ্রতিদিন.কম),মো: ইউসুফ হোসাইন সুমন-সদস্য (আলোকিত চৌদ্দগ্রাম. কম),কমল পাটোয়ারি-সদস্য (বিডিসমাচার২৪.কম),মো: রফিকুল ইসলাম-সদস্য (সুন্নিসমচার.কম),মো:আব্দুর রহমান শেখ-সদস্য (দৈনিক কালের কল্লোল),মো: আমানুল্লাহ ফকির-সদস্য (দেশবার্তা/ এমএমবিনিউজ২৪.কম), মামুন অর রশীদ মহিন শিকদার-সদস্য (দৈনিক সময়ের সংবাদ), সহ মোট ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ