রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » প্রেমের অভিনয় করে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা
প্রেমের অভিনয় করে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে একযুবককে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনায় নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার চার মাস পর থানায় মামলার হলে শনিবার রাতে এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে চর মাদারীপাড়ার শাহাদুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার জন্য একই এলাকার রহিমা খাতুন ওরফে ফেলানীকে একটি মোবাইল সিম কিনে দেয়। শাহাদুলের সঙ্গে প্রেমের অভিনয় করে এ বছরের ১৭ জুলাই ফেলানী তার বাড়িতে ডেকে নেয়। পরে সেখানে সাইফুলসহ বেশ কয়েকজন উপস্থিত হয়ে শাহাদুলকে মারপিটের একপর্যায়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। পরে তার মরদেহ নদীতে ভাসিয়ে দেয়।
এ ঘটনার পর থেকে নিখোঁজ শাহাদুলকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ২৬ জুলাই সুন্দরগঞ্জ থানায় জিডি করে শাহাদুলের পরিবার। পরে পুলিশ তদন্তের এক পর্যায়ে শনিবার (১৪ নভেম্বর) সাইফুল ও ফেলানীকে আটক করে। নিহত শাহাদুলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
শনিবারই পুলিশ সাইফুল ও ফেলানীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। ফেলানীর তিন দিন ও সাইফুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে তারা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাকি আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ