বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, জনকল্যাণকর সংবাদগুলো বেশি বেশি করে প্রচারিত হলে উপকৃত হবে সমাজ। সাংবাদিকরা নিজেদের লেখনির মাধ্যমে এলাকার উন্নয়ন ও সমাজের পরিবর্তসে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সর্বক্ষেত্রে অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী হতে হবে। তিনি আরো বলেন, এমপি হিসেবে, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সততার সাথে নিজের কাজটুকু শতভাগ বাস্তবায়ন করে সকলের সার্বিক সহযোগীতায় সংসদীয় আসনকে এগিয়ে নিতে চাই।
তিনি আজ বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের ৩য় অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ছয়ফুল হক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য জামাল মিয়া, স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বক্তব্য রাখেন সহ সভাপতি তজম্মুল আলী রাজু। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শহিদ আহমদ, বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় দাশ সঞ্জু, ফজলুল হক, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো.আবুল কাশেম, সংগঠক আফজল মিয়া প্রমুখ।





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি