বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের গণসংযোগ
রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের গণসংযোগ
লন্ডন :: আগামী ৬ মে রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডে লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘরে ঘরে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি অন্তত ২০০ বাড়ি-ঘর, ২টি ইসলামিক সেন্টার এবং প্রাইমারি স্কুলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
গণসংযোগের সময় মোহাম্মদ অহিদ উদ্দিন লক্সফোর্ড ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে খোলমেলা আলোচনা এবং মতবিনিময় করেন। বাসিন্দারা তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে সমর্থনের আশ্বাস দেন। এসময় স্থানীয় বাসিন্দারা লক্সফোর্ড ওয়ার্ডের লেবারদলীয় সাবেক কাউন্সিলরের সমালোচনা করে বলেন, আমরা অতীতে লেবার প্রার্থীকে না দেখে, না চিনে ভোট দিয়েছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই কাউন্সিলরকে আমরা আর এলাকায় আসতে দেখিনি।
বাসিন্দারা আরো অভিযোগ করেন যে, অতীতে লেবার কাউন্সিলরা স্বৈরাচারী কায়দায় কাউসিল পরিচালনা করেছে। বাসিন্দাদের এবং এলাকার সমস্যা সমাধানে তাদের সদিচ্ছার যথেষ্ট অভাব ছিল।
লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন ধৈর্যসহকারে বাসিন্দাদের অভিযোগ শোনেন । তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবো।
বাংলাদেশের সিলেটের সন্তান কমিউনিটি নেতা অহিদ উদ্দিন আরো বলেন, আমি ২০১৫ সাল থেকে রেডব্রিজে বসবাস করছি। ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি কমিউনিটির সেবা করে আসছি।
বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংস্থা রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি অহিদ উদ্দিন বলেন, আমি একজন লিবারেল ডেমোক্র্যাটস হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি লক্সফোর্ডের আবাসন, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ, ব্যর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ঘাট উন্নয়ন, সবুজ পার্ক আরো সবুজ, রডিং নদীর দুই তীর পরিচ্ছন্নকরণ এবং ইলফোর্ড লেইনে পতিতাবৃত্তির আড়ালে সন্ত্রাসী কর্মকান্ড রুখতে পুলিশি অভিযান জোরদার করতে বদ্ধপরিকর। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে নির্বাচিত করলে লক্সফোর্ড বছরের পর বছর ধরে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে আমি আপনাদের সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।
মোহাম্মদ উদ্দিন বলেন, লক্সফোর্ডের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্যে লেবার শাসিত এই কাউন্সিলের যা যা করণীয় ছিল তারা সেসব করতে ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ লেবার প্রশাসনের অধীনে যা করা হয়েছে তার চাইতে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি।
লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, আমরা স্থানীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। রেডব্রিজের পরিবেশ উন্নত করতে চাই। উন্নত আবাসনের জন্য নতুন একটি মানদন্ড নির্ধারণ করতে চাই।
প্রচার কর্মসূচির সময় মোহাম্মদ অহিদ উদ্দিনের সঙ্গে ছিলেন রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস-এর চেয়ারম্যান সাবেক কাউন্সিলর গ্যোনিথ ডেকিনস, রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস-এর প্রেস অফিসার মার্টিন রোসনার, কমিউনিটি নেতা মি. ইমরান চৌধুরী, মি. ইমরান, মি. নূরুল ইসলাম, মি. রাজ. মি. আমজাদ প্রমুখ।





রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
বৃটেনের বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন স্বদেশে সংক্ষিপ্ত সফর