শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপন বন্ধের দাবিতে গণসমাবেশ
গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপন বন্ধের দাবিতে গণসমাবেশ
![]()
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মধ্যবর্তী সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৯ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে এ সমাবেশে বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক মানুষ এতে অংশ নেয়।
সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মৃদুল কান্তি, মানবাধিকারকর্মী অঞ্জলি রানী দেবী, মুক্তিযোদ্ধা সাকোয়াত হাসেন, সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড চাই না। জেলা শহরের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের জন্য ভূতপূর্ব জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক প্রস্তাব করে সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেছিলেন। সেটি কুচক্রমহল ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড করার পাঁয়তারা করছে। সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজলভ্য হবে পাশাপাশি অর্থৈনতিক উন্নয়নে জোরালো ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, গাইবান্ধা পকেট জেলা হওয়ায় দেশের উন্নয়নের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকের এই আন্দোলন প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছালে সকল ষড়যন্ত্রের অবসান হবে। জেলা শহরের মানুষ উন্নয়নের মূল স্রোতধারায় ফিরে আসবে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ