বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে জুতা দিয়ে পেটানোর নির্দেশদাতাসহ ৬ জনের নামে মামলা
মহেশপুরে জুতা দিয়ে পেটানোর নির্দেশদাতাসহ ৬ জনের নামে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ মহেশপুরে জুতাপেটার নির্দেশদাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান বিপাশসহ ৬ জনের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে। নির্যাতিত যাদবপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন সরকার রোববার রাতে এই মামলা দায়ের করেন।মামলার আরও দুই আসামি হলেন, মহেশপুর ক্যাম্পপাড়ার সাদ্দাম হোসেন (৩০) এবং কদমতলা গ্রামের আমির হোসেন (২৫)। অন্য তিন আসামির নাম জানা যায়নি। এজাহারে বলা হয়েছে, আসামিরা ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে যেয়ে হোসাইনের অসুস্থ বাবা-মায়ের সামনে তাকে জুতাপেটা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরের দিন সকালে আবারও হাসপাতালে যেয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন আসামিরা। ওই ঘটনায় বাদীর বাবা আরও অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা তাকে যশোরে স্থানান্তর করেন। যশোর জেনারেল হাসপাতালে ১০ ডিসেম্বর মারা যান বাদীর পিতা। এই ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগ ১১ ডিসেম্বর বিপাশকে বহিষ্কার করে। এজাহারে হোসাইন সরকার তার বাবার মৃত্যুর কারণ হিসেবে এই ঘটনাকে দায়ী করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ড্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, মামলার বিষয়ে তার জানা নেই।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ