মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে প্রয়াত এনজিওকর্মীর স্ত্রীকে অনুদানের চেক প্রদান
ঈশ্বরদীতে প্রয়াত এনজিওকর্মীর স্ত্রীকে অনুদানের চেক প্রদান

ঈশ্বরদী প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ)ঈশ্বরদীর বে-সরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মরহুম এবাদত হোসেনের স্ত্রীর হাতে ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে ৮০ হাজার টাকার অনুদান চেক তুলে দেয়া হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউএরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস৷
নিউএরা ফাউন্ডেশনের সমন্বয়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া মঞ্জুর, পৌরসভার কাউন্সিলর আবুল হাসেম ও ব্যবসায়ী আবু সাঈদ৷
নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রয়াত এবাদকের পিতা শফিউদ্দিন প্রামানিক, স্ত্রী সালমা খাতুন, নিউএরার চরমিরকামারী শাখার ব্যবস্থাপক আকমল হোসেন প্রমূখ৷
বক্তারা বলেন, নিউএরা ফাউন্ডেশনের সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মরহুম এবাদত হোসেন একজন সত্ এবং সদালাপি মানুষ ছিলেন৷ চাকরী করা অবস্থায় নিষ্টার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন৷ প্রতিষ্ঠানের সকলের সাথে তার সুসম্পর্ক ছিল৷ আজ এবাদত নেই তার সনত্মানদের পড়াশুনার জন্য পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশন ৮০ হাজার টাকা ও নিউএরা ফাউন্ডেশন ৩০ হাজার টাকার চেক প্রদান করেছেন৷ এতে কিছুটা হলেও এবাদতের সনত্মানদের কাজে আসবে৷ বক্তারা আরও বলেন, এবাদতের পরিবর্তে তার স্ত্রীকে নিউএরা ফাউন্ডেশন চাকরী দিয়ে সহায়তা প্রদান করেছেন৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান