

মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা » ৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচী ঘোষিত হবে
৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচী ঘোষিত হবে
আজ ৩০ জুন ২০২৫, সোমবার বেলা ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড আবু ইউসুফ সেলিম এর সঞ্চালনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশন এর কার্যক্রম অগ্রগতি, নির্বাচন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী-জনতার দীর্ঘ গণসংগ্রাম -গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় দেশের ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারকে হটিয়ে যে বাংলাদেশ পেয়েছি তার গণতান্ত্রিক অভিযাত্রার পথ অক্ষুণ্ণ রাখতে হবে। ব্যক্তি, গোষ্ঠী বা কোটারীগত স্বার্থে কোনভাবেই গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা। বিভক্তি বিভাজনের পাঁয়তারাকেও রুখে দিতে হবে।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকলের মতামতের ভিত্তিতে গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানিয়ে এই উদ্যোগের সাথে থাকছি, তাকে সহায়তা করে আসছি। আশা করি এই জুলাই মাসের মধ্যেই আমরা ন্যুনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গ্রহণ করতে পারব, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ কুমিল্লায় একজন নারীকে নির্যাতন ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে চরম অপরাধ ও চূড়ান্ত বিকৃতি হিসাবে উল্লেখ করেন। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ধর্ষক তার সহযোগিদের যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান।
জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্র মঞ্চের ত্যাগ, অবস্থান, প্রত্যাশা দেশবাসীর কাছে তুলে ধরতে, জুলাই-আগস্ট কর্মসূচি ঘোষণা করতে আগামী ৩ জুলাই সকাল ১০.৩০ এ তোপখানা রোড এ নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ।
পরিচালনা পরিষদের এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক কবীর হাসান, সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মোঃ আবদুল কাদের, কেন্দ্রীয় কমিটি সদস্য মো: আমিনুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটি সদস্য কামরুল আহসান অপু।