শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার : স্বজনরা পলাতক
গাজীপুরে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার : স্বজনরা পলাতক

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫২মিঃ) গাজীপুর শহরের হাড়িনাল এলাকা থেকে ৫ মে বৃহস্পতিবার রাতে মাদকাসক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার পর থেকে নিহতের বাবা ও ভাই পলাতক রয়েছে৷
নিহতের স্ত্রীর দাবী সম্পত্তির লোভে চেয়ারের সাথে হাত পা বেধে পিটিয়ে অপর তিন ভাই তাকে হত্যা করেছে৷
নিহতের নাম আবদুস সালাম (৩২)৷ তিনি গাজীপুর শহরের হাড়িনাল এলাকার মৌলভী আবদুল লতিফের ছেলে৷
জয়দেবপুর থানার এসআই এনামুল হক ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে বুধবার দুপুরে পরিবারের সদস্যদের উপর চড়াও হয় সালাম৷ এক পর্যায়ে ভাঙচুর শুরু করলে বড় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর জন্যে হাত-পা বেঁধে ঘরে আটকে রাখে তার ভাই আবদুল হালিম ও বাবা আবদুল লতিফ৷ বৃহস্পতিবার দুপুরের দিকে সে অসুস্থ হয়ে পড়ে৷ চিকিত্সক বাসায় এসে তাকে মৃত ঘোষণা করেন৷ এসময় বাড়ি থেকে তার বাবা ও ভাই পালিয়ে যায়৷ খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়৷ তার দুই হাত-পা রশি দিয়ে বেঁধে রাখার দাগ রয়েছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷
নিহতের মা আনিসা খাতুন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সালাম শহরের মাইক্রোষ্ট্যান্ডে গাড়ি ধোয়ামোছার কাজ করতো৷ তার পাঁচ বছরের তামান্না ও চার মাসের রোকেয়া নামের দুইটি মেয়ে রয়েছে৷ সে প্রতিদিন কমপক্ষে নয়টি ইয়াবা ট্যাবলেট সেবন করতো৷ নেশার টাকা জোগাড় করতে সে ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে৷ টাকার জন্যে সে তার মা-বাবা, ভাই ও স্ত্রীকে মারধর করতো৷ অতিরিক্ত মাদক সেবনের কারণে গত কিছুদিন ধরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷
এদিকে নিহতের স্ত্রী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, নেশা করার অপরাধে শাসন করার নাম করে সালামকে চেয়ারের সাথে বেধে অপর তিন ভাই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪