বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার আতঙ্কে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকের উপর মানববন্ধন ঘিরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পর থেকেই চিকিৎসক নার্সসহ হাসপাতালের কর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে সরাসরি রোগীসেবায়। সোমবার (১৭ নভেম্বর) হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীদের উপচে পড়া ভিড় থাকলেও দায়িত্ব পালনকারী অনেকেই অনুপস্থিত।
জানা যায়, গত ১২ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতা মোজাম্মেল হকের ওপর হামলা হয়। ঘটনার পর তিনি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে সেই মামলার সূত্র ধরে হাসপাতালের একমাত্র নিরাপত্তাকর্মী শাকিল (৩৮) কে ডিউটিরত অবস্থায় পুলিশ আটক করে। এই ঘটনাই হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রেফতার আতঙ্কের সৃষ্টি করে।
সোমবার সরেজমিনে দেখা যায়, শিশু, অ্যানেসথেসিয়া, অবস অ্যান্ড গাইনী, অর্থোপেডিকস, সার্জারি ও এনসিডি কর্নারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি কক্ষই ফাঁকা। মেডিকেল অফিসার ২২ নম্বর কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন থাকলেও চিকিৎসক ছিলেন না। স্বাস্থ্য পরিদর্শকের ইনচার্জ কক্ষটিও খোলা থাকলে ভিতরে কাউকে পাওয়া যায় নি।
সবচেয়ে বেশি দুর্ভোগ ছিল ইপিআই কক্ষের সামনে; সকাল ৯টা থেকে শিশুকে কোলে নিয়ে মায়েরা নিয়মিত টিকার অপেক্ষায় ছিলেন। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ইলিয়াস খান উপস্থিত না থাকায় টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সেখানে ডিউটি থাকা স্বাস্থ্যসহকারী শরিফ উল্লাহ জানান, ভাইকে মামলার আসামি করা হয়েছে শুনছি। তাই তিনি গ্রেফতার আতঙ্কে আসছেন না। ভাইকে ছাড়া টিকা দেওয়া যাবে না। এহেন পরিস্থিতিতে উপস্থিত সাংবাদিকদের আশ্বাসের পরে ইলিয়াস খান এসে টিকা কার্যক্রম শুরু করেন। উপস্থিত নার্সসহ অন্যান্য কর্মচারীদের মাঝেও একই আতঙ্ক লক্ষ্য করা যায়।
ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট ইলিয়াস খান বলেন, ঘটনার দিন আমি টাইফয়েড টিকা কার্যক্রমে ব্যস্ত ছিলাম। তারপরও শুনছি আমাকে মামলার আসামি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া বলেন, হাসপাতালের একমাত্র নিরাপত্তাকর্মীকে ডিউটিরত অবস্থায় পুলিশ নিয়ে গেছে তাই সবাই ভয়ে আছে। শুনেছি বেশ কয়েকজনের নাম উল্লেখসহ আরো কিছু অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে। আমিও ছুটিতে ছিলাম, তারপরও শুনছি আমাকেও নাকি আসামি করা হয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবা চালু আছে। আমরা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, ঘটনাটি হাসপাতালের বাইরে ঘটেছে। আমার হাসপাতালের কেউ তাতে জড়িত ছিল না। তারপরও শুনছি আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। আমার স্টাফদেরও এই মামলায় জড়ানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। ইতোমধ্যে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার সকল দাপ্তরিক কার্যক্রম জেলা সিভিল সার্জনের কার্যালয় হতে পরিচালনার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, মামলায় কাকে আসামী করা হয়েছে সে বিষয়টিও পুলিশ কর্তৃক ক্লিয়ার না করায় হাসপাতালের সকল চিকিৎসক, নাস ও কর্মচারীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাকর্মীকে আটক করার পর হাসপাতাল পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কে দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনার ভিডিও ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা ঘটনার সাথে জড়িত নয় এমন কাউকে আটক করা হবে না। আটক শাকিলকে জড়িত আছে এমন সন্দেহেই আটক করা হয়েছে।
চিকিৎসকদের অনুপস্থিতি ও আতঙ্কজনিত অচলাবস্থার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু, বৃদ্ধ ও জরুরি রোগীদের অবস্থাই সবচেয়ে করুণ। স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত গ্রেফতার আতঙ্ক দূর করা ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যসেবাকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে জনগণের সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন
ঈশ্বরগঞ্জ :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি উন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও পাউরুটি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সানজিদা রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, আজকের এই শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই কর্মসূচি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। প্রতিটি শিশুই পুষ্টিসম্পন্ন খাবার পাওয়ার অধিকার রাখে। সরকার সেই দায়িত্বই বাস্তবায়ন করছে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৫২৪ জন শিক্ষার্থী নিয়মিতভাবে এই সুবিধা পাবে। নিয়মিত খাবার পাওয়ার ফলে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস ও উপস্থিতির হার আরও ভালো হবে।
তিনি আরও বলেন, প্রতিদিন রুটিন অনুযায়ী বনরুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফোর্টিফাইড বিস্কুট, কলা ও মৌসুমি ফল সরবরাহ করা হবে। সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে এসব খাদ্য উপকরণ প্রতিটি বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা বলেন, এ কর্মসূচি বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য আশীর্বাদ। মা-বাবারা নিশ্চিন্ত থাকবেন যে অন্তত স্কুলের সময়টুকু শিশু পুষ্টিকর খাবার পাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পিস প্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) ময়মনসিংহ আঞ্চলিক কো- অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, জাইকা প্রতিনিধি রেবেকা সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত