শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে তরুণ ও যুবকদের সমন্বয়ে গঠিত সমাজ উন্নয়ন সংস্থা ইয়াং জেনারেশন এর আয়োজনে “ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট”২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের হিঙ্গুলী ব্রিজ সংলগ্ন মাঠে অন্তু বণিকের সঞ্চালনায় এবং নির্মল নন্দীর সভাপতিত্বে রাত্রীকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়।
টুর্নামেন্টে মোট ০৮ টি টিম অংশগ্রহণ করে।অংশগ্রহণকারী টিমগুলো হলো, সুমন/স্বদেশ টিম, অনয়/বিনয় টিম, পার্থ/অয়ন টিম, পলাশ/অর্ণব টিম, হাসান/প্রান্ত টিম, আকাশ/অঞ্জন টিম, জারির/অন্তু টিম, অন্তর দে/অন্তর সেন টিম।
সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অন্তর দে/অন্তর সেন টিম এবং ১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় সুমন/স্বদেশ টিম। দর্শকদের বিবেচনায় টুর্নামেন্টে বিজয়ী টিম সেরা টিম হিসেবে বিবেচিত হয়। টুর্নামেন্টে সেরা দর্শক নির্বাচিত হয় প্রণব নন্দী (শুভ)।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা হলেন, আকাশ, পলাশ, অঞ্জন, প্রান্তর ও হাছান।
গত বছরের ৩১ ডিসেম্বর এই টুর্নামেন্টের কার্যকম চালু হয় এবং লটারির মাধ্যমে টিমগুলো নির্বাচন করা হয়।





রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা