মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে : তথ্যমন্ত্রী ইনু
প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে : তথ্যমন্ত্রী ইনু

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মিঃ) ঝিনাইদহে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোন হত্যাকারীর ছাড় নেই৷ প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুুত রয়েছে৷ তিনি অভিযোগ করেন, ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে বিরোধীরা সরকার উত্খাতের চক্রান্ত করছে৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ জুন মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী নন্দ হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন৷
তিনি বলেন আমি তেতুল হুজুরকে তেতুল হুজুর বলি, রাজাকারদের রাজাকার বলি৷ আগুন সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসী বলি৷ আমি বেশি কথা বলি না৷ যা বলি সত্য বলি৷
তিনি বলেন, খালেদা জিয়া আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করে সরকার উত্খাতে ব্যার্থ হয়ে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে৷ তিনি জামাতিদের সাথে নিয়ে গুপ্ত হত্যায় লিপ্ত৷ বিরোধীরা আনন্দ গোপালের মতো নিরীহ গরীব মানুষ, পুরোহিত, খ্রীষ্টান, পীর, মসজিদের ইমাম, যাজক ও মসজিদের মোয়াজ্জিন হত্যার মাধ্যমে সরকার উত্খাত করতে চায়৷ কিনত্মু তারা সফল হবে না৷
ইনু আরো বলেন, নির্বাচনের খেলায় খালেদা জিয়া পরাজিত হয়েছেন৷ ২০১৯ সালের নির্বাচনে তিনি অংশ গ্রহন না করলে আবারো ফাঁকা মাঠে আমরা গোল দিয়ে সরকার গঠন করবো৷ নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এখানে চাকরী করতে হলে খুনদের গ্রেফতার করতে হবে৷ খুনিদের গ্রেফতারের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এখানে পাঠিয়েছেন৷ তিনি বলেন খুনিরা কাপুরুষ৷ তারা যে নির্মমতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য৷ নাসিম বলেন, বিরোধীরা সামনের নির্বাচনে যাবে না বলেই আবারো গুপ্ত হত্যায় লিপ্ত৷ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশে ইসলামী খেলাফত্ কায়েম করতে একের পর এক হত্যাকান্ড ঘটানো হচ্ছে৷ তিনি বলেন, হত্যাকারীরা দেশের নয় কোন এলাকার নয়৷ এরা হত্যাকারী৷ আমরা এদের বিচার করবো৷ বাংলাদেশকে তছনছ হতে দেব না৷ আমরা ঘাতকদের বিচার করেত সদা প্রস্তুত আছি৷
প্রতিবাদ সমাবেশে অন্যানের মধ্যে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, নিাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ন্যাপ নেতা এড এনামুল হক, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও জাসদ নেতা ফজলুর রহমান খুররম প্রমুখ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কনক কানত্মি দাস৷ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিম কোরতিপাড়া গ্রামে ১০ শয্যার একটি হাসপাতাল ও রাস্তা পাকা করার আশ্বাস দেন৷
প্রতিবাদ সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ঝিনাইদহ সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং বিকালে ঝিনাইদহ সার্কিট হাউসে চিকিত্সকদের মত বিনিময় সভায় যোগ দেন৷





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ