সোমবার ● ২০ জুন ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর বনোফুলে’র শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিভৃত পল্লীতে
ঈশ্বরদীর বনোফুলে’র শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিভৃত পল্লীতে
তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) ঈশ্বরদীর দাশুড়িয়ার নওদাপাড়া এলাকায় শিক্ষার আলো ছড়ানোর কাজে নিয়োজিত একটি বে-সরকারী প্রতিষ্ঠানের নাম বনোফুল ৷ বিশেষ করে সরকারীভাবে গড়ে ওঠা নওদাপাড়া গুচ্ছগ্রামে বসবাসরত পরিবারের ঝড়েপড়া, অবহেলিত ও দারিদ্র শিশুদের শিক্ষা,দেশপ্রেম,নৈতিক মূল্যবোধসহ বিভিন্ন ধরণের শিক্ষায় শিক্ষিত করতে গড়ে তোলা হয়েছে এই বনোফুল নামক প্রতিষ্ঠানটিকে ৷ ব্যক্তি উদ্যোগে দেওয়ান সবুজ নামক একজন শিক্ষানুরাগী ব্যাক্তি গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠানটি৷ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গত ২০১৫ সালের জুন মাস থেকে শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন বনোফুলে’র পরিচালক দেওয়ান সবুজ৷ আসত্মে আসত্মে শিশুদের করছেন শিৰামুখী৷ গেল এক বছরে প্রতিষ্ঠানে শিশুর সংখ্যা বেশী হওয়ায় সবুজ তার সহকর্মী সরদার রেজাকে সাথে নিয়ে নিজ প্রতিষ্ঠান বনোফুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ পড়া,ছড়া,গান, চিত্রাঙ্গকন ও আবৃত্তিসহ বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলছেন শিকাষার্থীদের ৷ নির্ভৃত পল্লীতে এমন উদ্যোগ গ্রহণ করায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ , এসিল্যান্ড জাহিদ নেওয়াজসহ অনেক শিক্ষিতজনরা প্রশংসা করেন ৷ শিশুরা ঝড়ে পড়বে না, মন্দকাজে জড়াবে না এবং শিশুরা সময়কে কাজে লাগিয়ে সৃজনশীল কার্যক্রমে জড়িয়ে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলবে এটা এলাকাবাসি ও অভিভাবকরাও আশা করেন৷ এমন ভালো সংবাদে আবুল হাসেম দেওয়ান,মাহাবুল আলম,গোপাল অধিকারী, মিলন পাল, সুব্রত পালসহ বনোফুলের সহকর্মীদের উপস্থিতিতে হঠাত্ শুক্রবার বিকালে বনোফুল পরিদর্শন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ও এসিল্যান্ড জাহিদ নেওয়াজ৷ পরিদর্শন কালে তারা শিশুদের আগ্রহ ও পাঠ গ্রহন দেখে মুগ্ধ হয়ে শিশুদের বিভিন্ন প্রশ্ন করেন এবং বনোফুলে’র সার্বিক কার্যক্রম দেখে সনত্মোষ প্রকাশ করেন৷
বনোফুলের পরিচালক দেওয়ান সবুজ বলেন , শিশুদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উজ্জিবিত করার লক্ষ্যে আমার এই উদ্যোগ৷ সেই সাথে এই অবহেলিত শিশুরা যাতে সবার মত ঈদ অনুষ্ঠানে আনন্দ করতে পারে নতুন পোশাক পরতে পারে সেটার জন্যও চেষ্টা করছি ৷ তবে যদি সরকারি কোন সহযোগীতা পাই তাহলে আমি বনোফুলের কার্যক্রম আরও প্রসারিত করতে পারবো।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান