শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে হাসপাতাল সড়কের ব্রিজ উদ্বোধন
গাজীপুরে হাসপাতাল সড়কের ব্রিজ উদ্বোধন

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের উপর পুনঃনির্মিত ব্রিজ উদ্বোধন করা হয়েছ ৷
১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৷
এ উপলক্ষে ব্রিজ প্রাঙ্গনে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. আব্দুল হাদী শামীম, প্যানেল মেয়র-২ হাসান আজমল ভুইয়া, কাউন্সিলর, খায়রুল আলম বিএসসি, জান্নাতুর রহমান জান্নাত, এড. আয়েশা আক্তার, শওকত আলম, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ ৷
সিটি করপোরেশন সূত্র প্রতিনিধিকে জানায়, ২২ দশমিক ৫ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ২০ মিটার প্রশস্ত এ ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা ৷
ব্রিজটি উদ্বোধনের ফলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজতর হয়েছে ৷ এছাড়া এ এলাকার হাজার হাজার মানুষের চলাচলের ভোগান্তি কমে গেছে ৷ আপলোড :১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৪৩ মিঃ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা