শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি:: বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে ৷ দেশ এখন আর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৷
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন সেটা তারই প্রমাণ৷ একটি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অপরটি আইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ৷ আমাদের এক্সপোর্ট ভাল, রেমিটেন্স ভাল, রিজার্ভ ভাল৷ আমরা দক্ষিণ এশিয়ার দেশেগুলোর মধ্যে সব কিছুতেই এখন এগিয়ে ৷ অর্থনৈতিক ও সামাজিক সকল খাতে আমরা পাকিস্তান ও ভারত থেকে এগিয়ে ৷
১৭ অক্টোবর শনিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে দুই দিনব্যাপি ২৩তম বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷
বাণিজ্যমন্ত্রী বলেন, যে মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দুজন বিদেশিকে হত্যা করে আনত্মর্জাতিক বিশ্বে আমাদের ছোট করার চেষ্টা করা হচ্ছে ৷ এতে তারা সফল হবে না৷ সে দিন আর বেশি দূরে নয় খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে কারা কি কারণ দুই বিদেশিকে হত্যা করেছিল ৷
যারা ২০১৩ সালে আন্দোলন করে ৫ জানুয়ারীর নির্বাচনকে ঠেকাতে পারেনি ব্যর্থ হয়েছে৷ দুই একটি বিদেশিকে হত্যা করা হলে আনত্মর্জাতিক বিশ্বে খবর হবে ৷ কিন্তু যখন প্রকৃত রহস্য বের হয়ে আসবে তখন এখানেও তারা ব্যর্থ হবে ৷
যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা প্রদান সংক্রানত্ম বিষয়ে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত দিয়েছিল ৷ প্রকৃতপক্ষে কোন দেশ অন্য দেশকে শর্ত দিতে পারেনা ৷ যাই হোক আমরা গ্রহণ করেছি৷ ১৬টি শর্তই আমরা পূরণ করেছি ৷ এখন তারাও বলে শর্ত পূরণ হয়েছে ৷ কিন্তু আরো কিছু করতে হবে৷ শর্তের বাইরে যদি তারা কিছু করতে বলে বাংলাদেশ সেটা কখনো করবে না ৷ জিএসপি পাই আমরা সামান্য ৷ ২৩ মিলিয়ন ডলারের সুবিধা পাই আমরা ৷ কিন্তু রফতানি করি ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার ৷ যেখানে প্রায় ৬ বিলিয়নের মতো রফতানি সেখানে ২৩ মিলিয়নের জিএসপি এটা গুরুত্বপূর্ণ নয় ৷ তবে এটি ইমেজের সমস্যা ৷
জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিদ এ প্রতিপাদ্যে আয়োজিত বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি প্রফেসর ড. শহীদ আখতার হোসেন৷
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন মিঞা ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এম কামরুজ্জামান প্রমুখ৷
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী ৷ আপলোড ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : ৬.৫৩ মিঃ





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত