সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে চালক ও ব্যবসায়ীকে অচেতন করে ১২টি গরু ৫০ হাজার টাকাসহ ট্রাক ছিনতায়
ঝিনাইদহে চালক ও ব্যবসায়ীকে অচেতন করে ১২টি গরু ৫০ হাজার টাকাসহ ট্রাক ছিনতায়
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫২মিঃ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল নামক স্থান থেকে ১২টি গরুসহ একটি ট্রাক ডাকাতি করেছে দুর্বত্তরা৷ এ ঘটনায় ডাকাতরা পিটিয়ে ও চেতনানাশত ওসুধ দিয়ে ৫ জনকে অসুস্থ্য করে ফেলে রেখে যায়৷
খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান অবস্থায় মজনুর রহমান, জয়নাল, লালন ও আব্দুল হান্নানসহ চুয়াডাঙ্গার ৫ গরু ব্যবসায়ীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে৷ আহত গরু ব্যবসায়ী জয়নাল জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা থেকে ১২টি গরু নিয়ে তারা কুমিল্লায় যাচ্ছিল৷
পথিমধ্যে শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থানে পৌছালে গরু বহনকারী ট্রাকটি নষ্ট হয়ে যায়৷ রাত ১২টার দিকে ট্রাকটি সারানোর পর তারা গাড়িতে উঠতেই ডাকাতরা তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং ৫ জনকে অজ্ঞান করে৷ এর পর তাদের মনদডাঙ্গা এলাকায় ফেলে রেখে যায়৷ তিনি আরো জানান, ডাকাতরা তাদের ১২টি গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়৷
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে তারা ঐ ৫ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে৷ গরু ব্যবসায়ী জয়নালের জ্ঞান ফেরার পর তিনি ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে দুপুরে পালিয়ে যায়৷
বাকি ৪ জনের এখনো জ্ঞান ফিরেনি৷ তিনি জানান, প্রাথমিক ভাবে দেখা গেছে আহতদের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছে৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিষটি তদন্ত করে দেখা হচ্ছে৷ আহতদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলেও ওসি জানান৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২