শিরোনাম:
●   উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ ●   আগামীতে কারা দেশ চালাবে ? …সাইফুল হক ●   পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কাউখালীতে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ●   চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন ●   খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলা অবরোধ পালিত ●   শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ●   স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ ●   সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ●   কুষ্টিয়াতে সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় ভাতিজা নিহত ●   আবারো উত্তপ্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ●   রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন ●   প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা ●   এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিক্ষাজীবন অনিশ্চিত পূর্ণ বিশ্বাসের ●   উপজেলা পরিষদ নির্বাচন : বিয়ানীবাজারে প্রতিক বরাদ্দ ●   রাঙামাটি লেকসিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন ●   তহসিলদার শরিফুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা ●   গুইমারায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার ●   মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন ●   দাখিলেও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ●   সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে ●   মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে উদ্ধারকৃত সেলিমের কিডনি অক্ষত ●   আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট মঈনুলকে সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে ●   পাইন বাগান নব নির্মিত মাদরাসার ভবন ও হেফজ খানার উদ্বোধন ●   বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক ●   ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু ●   রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে পল্লী উন্নয়ন সচিব আবদুল মালেক
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে পল্লী উন্নয়ন সচিব আবদুল মালেক
৪২৫ বার পঠিত
শনিবার ● ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগীতে পল্লী উন্নয়ন সচিব আবদুল মালেক

---বরগুনা প্রতিনিধি :: (৬ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.২১মি.) উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব আবদুল মালেক এর আগমনের ফলে এখানকার জনগোষ্ঠি আনন্দে উদ্বেলিত ও আত্মহারা হয়েপড়ে। বিশেষ করে এখানকার ইতিহাসে উপজেলাবাসী প্রথম স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব কাছে পেয়ে তারা খুশিতে মেতে উঠে। ক্ষনিকের জন্য হলেও উপজেলার হাজার হাজার মানুষ ফিরে পায় প্রানের স্পন্দন। আগমন স্থল পুর্ন হয়ে যায় কানায় কানায়। সেখানে ছিল না তিল ধারনের ঠাঁই। সু-বিশাল গাড়ী ও মোটরবাইকের বহর। তার সফরে শুধু বেতাগী পৌর শহরেই নয়, সমগ্র উপজেলাবাসী আনন্দের জোয়ারে ভাসে। সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মিরা উৎসবের আমেজে মেতে উঠে। তারা বলেন,সচিবের আগমনে আমরা এ জনপদের মানুষ ভীষন খুশি ও আনন্দিত হয়েছি।

স্থানীয়রা জানান, বহু কাঙ্খিত দাবী, আর যে প্রত্যাশায় বুক বেঁধে ছিল এখানকার বাসিন্দারা তার সব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে সচিব সূচনা করেছেন অবহেলিত এ জনপদের উন্নয়নের নতুন দিগন্তের। এখানকার মানুষের যে সব দাবি, প্রত্যাশা ছিল স্থানীয় সরকার সচিবের সফরে আসায় তা পুরন হয়েছে। তিনি এ এলাকাবাসীকে নিরাশ করেনি এমনটাই মনে করেন তারা।

শনিবার  ২০ মে দুপুরে বেতাগী পৌরসভা চতুর্থ পরিষদের এক বছর পূর্তিতে পৌরসভা  আয়োজিত স্থানীয় খাসকাচারি মাঠে পৌর মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে বর্নাঢ্য এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব আবদুল মালেক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র প্রধানমন্ত্রীর এ দর্শন বাস্তবায়নে এখানকার মানুষকেও উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে হবে। এটা দ্বিতীয় টুঙ্গী পাড়া । তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজড় রয়েছে। পটুয়াখালী ও বরগুনার উন্নয়নে ইতোমধ্যে ৫৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই এলাকার বিষয় কিছুই তাকে বলতে হয়না। তিনি নিজেই সব কিছু করেন। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে আপনারা যা কিছু দাবি করেছেন তার চেয়েও বেশি কিছু পূরন করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান সহ অনন্য নেতাবৃন্দ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, সাবেক যুগ্ম সচিব আব্দুস সালাম, বরগুনা জেলা প্রশাসক ড.মহা: বশিরুল আলম, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএমসহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা ।

পরে তিনি বঙ্গবন্ধু পৌর অডিটরিয়াম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেষন নির্মান , উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, বিষখালীর ভাংগন রক্ষায় শহর রক্ষাবাঁধ সম্প্রসারন কাজ, উপজেলা পরিষদ ও বেতাগী সরকারি কলেজের পুকুরে পাড়ে ওয়াক ওয়ে ও শোভা বর্ধন নির্মান কাজ, বেতাগী গলর্স স্কুল এন্ড কলেজের একডেমিক ভবন , করুনা মোকামিয়া কামিল মাদ্রাসার মুক্তিযোদ্ধা এমএ মান্নান মৃধা একডেমিক ভবন, এমএ মান্নান মৃধা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার একডেমিক ভবনসহ ৯ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তার ভিওিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের উদ্বোধন করায় পৌর পরিষদ ও স্থানীয়রা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ দিকে সচিবের আগমন উপলক্ষ্যে এ এলাকাবাসী সাজে নতুন ও বর্ণিল সাজে। উপজেলা পরিষদ,শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে বার্ণিশ লাগিয়ে সাজানো হয় নবরুপে। সচিবকে অভিনন্দন জানাতে নির্মিত হয় পৌরসভা, একাধিক ইউনিয়ন পরিষদ, আওয়ামী লীগ,সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিবিচিনি শাহী মসজিদ থেকে মোকামিয়া পর্যন্ত ১৪ কিলোমিটার পথে ৪২ টি তোরন। শত শত রঙ-বেরঙের পোস্টার,ফেষ্টুন ও ব্যানারের চাঁদরে ছেয়ে ফেলা হয় গাছ-গাছালিসহ গোটা এলাকা। প্রায় পনের দিন ধরে চলে এর প্রস্তুতি।
তৈরি করা হয় নৌকা সাদৃশ্য সুবিশাল মঞ্চ। তাকে স্বাগত জানাতে বিবিচিনিতে পৌছে শত শত মোটরবাইকের বহর। রাস্তায় দাড়িয়ে অভ্যর্থনা জানায় বিবিচিনি স্কুল এন্ড কলেজ,ফুলতলা মাধ্যমিক বিদ্যালয়,বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।

সম্মাননা দেওয়া হয় ৭২ জন অতিথিকে। এর আগে তিনি বিবিচিনি শাহী মসজিদ পরিদর্শন, নামাজ আদায় এবং বিবিচিনি ইউনিয়ন পরিষদের আয়োজনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। পরে মোকামিয়া দরবার শরীফে হযরত মাওলানা হাসান উদ্দিন (রহ:) মাজার জিয়ারত ও মসজিদ পরিদর্শন ও নামাজ আদায় করেন।





আর্কাইভ