সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাস্কফোর্সের অভিযানে আটক ৬
গাজীপুরে টাস্কফোর্সের অভিযানে আটক ৬
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০১মি) গাজীপুর জেলা শহর ও টঙ্গীতে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ৬ জনকে হাতে-নাতে আটক করে।
২৯ মে সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন। অভিযানকালে মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে আটক ছয়জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি গ্রামের মৃত আরফান হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৯), একই জেলা ও থানার আগানগর এলাকার অশোক আলী ভান্ডারীর ছেলে মো. রানা (৩০), ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩১), গাজীপুরের টঙ্গী থানার কেরানীর টেক এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে লাল চান (৩২), একই জেলা ও থানার মরকুন পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪৭) এবং গোপালগঞ্জের মোকসেদপুর থানার বেজরাচাপড়া গ্রামের মৃত ছরোয়ার হোসেনের ছেলে মাহবুবুর রহমান (২৪)।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, টঙ্গী মাজার বস্তি, আমতলী কেরানীটেক বস্তি এবং গাজীপুর শহরের শ্মশানঘাট এলাকায় মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রিকালে তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান, উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ