রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা
ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা
ময়মনসিংহ অফিস :: (১৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
২ জুলাই রবিবার ধর্ষণ চেষ্টায় ঘটনায় স্কুল ছাত্রীর মা জুলেখা খাতুন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই শিশু ছাত্রী স্কুলের পাশে বিদ্যালয়ের সভাপতি কালাম ভূইয়ার ঘরের বারান্দায় গত শনিবার দুপুরে সহপাঠিদের নিয়ে খেলা করছিল। এ সময় একই গ্রামের লিয়াকত আলি ভূইয়ার ছেলে রাজন ভূইয়া (২২) অন্যান্য শিশুদের বের করে দিয়ে এ ছাত্রীটিকে আটকে রাখে। পরে ঘরের দরজা বন্ধ করে ওই শিশু ছাত্রীকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। ভয়ে শিশুটির আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং রাজন লোকজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্কুল ছাত্রীর মা তার মেয়েটিকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পি ভট্টাচার্যের কাছে বিচার প্রার্থী হন। ২ জুলাই রবিবার ১১ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি সভা আহবান করেন। এ সময় এলাকার শতশত লোক প্রহসনের বিচারের প্রতিবাদ করে বিক্ষোদ্ধ হয়ে উঠে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনাস্থল থেকে শিশু ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে শিশুটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত কারী অফিসার এস আই সজীব ঘোষ সিএইচটি মিডিয়াকে জানান, মেয়েটির জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।





ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার